eaibanglai
Homeএই বাংলায়কাঁকসার জঙ্গলে বন্য জন্তুর ভয়, মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা বনদপ্তরের

কাঁকসার জঙ্গলে বন্য জন্তুর ভয়, মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা বনদপ্তরের

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– সম্প্রতি বুদবুদের দেবশালার জঙ্গলে নেকড়ের আক্রমণে জখম হয়েছিলেন গ্রামবাসীরা। বনদপ্তর সূত্রে জানা গেছে কাঁকসার জঙ্গলে রয়েছে নেকড়ে, হায়না, শিয়ালের মতো হিংস্র জীবজন্তু। এদিকে সোমবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। তাই পরীক্ষাকেন্দ্রে যাতায়াতের সময় কাঁকসার জঙ্গলমহলের পরীক্ষার্থীদের যাতে কোনো জীবজন্তুর আক্রমণের মুখে পড়তে না হয় তার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে বনদপ্তর। পরীক্ষার্থীদের এসকর্ট করে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়ার পাশাপাশি তাদের বাড়ি ফেরারও ব্যবস্থা করা হয়েছে।

এদিন সকালে দেখা যায় কাঁকসার জঙ্গলমহলের পরীক্ষার্থীরা সাইকেল নিয়ে পরীক্ষাকেন্দ্রের পথে চলেছে আর তাদের পাহাড়া দিয়ে সাইরেন বাজিয়ে পিছনে পিছনে চলেছে ‘ঐরাবত’ (বন দপ্তরের বিশেষ গাড়ি)। এছাড়াও সামনে পিছনে রয়েছে একাধিক গাড়ি ও বাইক। যাদের সাইকেল নেই তাদের গাড়িতে করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

এদিন সকালেই মলানদিঘীর সরস্বতীগঞ্জ, রক্ষিতপুর, চুয়া, ত্রিলোকচন্দ্রপুর এলাকায় পৌঁছে যায় বনদপ্তরের কর্মীরা। সেইসব এলাকা থেকে পরীক্ষার্থীদের এসকর্ট করে দেবশালা ও ত্রিলোকচন্দ্রপুর পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন।

বনদপ্তরের কাকুরা পাহাড়া দিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ায় ও বাড়ি ফেরার ব্যবস্থা করার সস্তির নিঃশ্বাস ফেলেছেন অভিভাবকরা। অন্যদিকে নির্ভয়ে পরীক্ষা দিতে যেতে পারায় খুশি পড়ুয়াড়াও।

বনদপ্তরের এক কর্মী জানান, শুধু বন্যপ্রাণীদের আক্রমণের হাত থেকে রক্ষা করাই নয় পরীক্ষার্থীরা যাতে দুর্ঘটনার কবলে না পড়ে সেদিকেও নজর রাখা হচ্ছে। দুর্গাপুর বনাঞ্চলের রেঞ্জার সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, সবসময়ই জঙ্গল লাগোয়া এলাকায় নজরদারি চলে। তবে পরীক্ষার দিনগুলো দিনভর নজরদারি চালানো হবে জঙ্গল লাগোয়া পরীক্ষাকেন্দ্র এবং জঙ্গলের রাস্তায়।

প্রসঙ্গত ২০২৪ এ উত্তরবঙ্গে দাঁতাল হাতির আক্রমণে মৃত্যু হয়েছিল এক মাধ্যমিক পরীক্ষার্থীর। তারপর থেকেই রাজ্য বনদপ্তরের পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষার সময় পরীক্ষার্থীদের জন্য বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়। এবারও দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া সহ বিভিন্ন জেলার জঙ্গল এলাকায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে বনদপ্তর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments