নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- কাঁকসার জঙ্গলমহলের বনকাটি গ্রাম পঞ্চায়েতের তেপান্তর নাট্যগ্রামে রাজ্য সরকারের জেলা পল্লী উন্নয়ন সেলের উদ্যোগে শুরু হয়েছে হস্তশিল্পের কর্মশালা। চলবে চারদিন ধরে। যেখানে জেলার আটটি ব্লক থেকে ৫৪টি মহিলাদের দল অংশগ্রহন করেছে।
এই কর্মশালায় হাতে তৈরি নানা শিল্প সামগ্রী যেমন খেলনা, গয়না, নানা রকম সেলাই সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এমনকি মহিলারা আরো দক্ষ ভাবে কীভাবে স্বনির্ভর গোষ্ঠীকে এগিয়ে নিয়ে যাবে সে বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
গত বুধবার এই কর্মশালার উদ্বোধন করেন জেলার উপ প্রকল্প অধিকত্তা দেবব্রত হালদার, পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য, পঞ্চায়েত সমিতির সদস্য নবকুমার সামন্ত প্রমূখ।
জেলার পল্লী উন্নয়ন সেলের উপ প্রকল্প অধিকর্তা দেবব্রত হালদার জানান, এই কর্মশালার মাধ্যমে মহিলাদের হাতে তৈরি সামগ্রী আন্তর্জাতিক স্তরে পৌঁছানো সম্ভব হবে বলে আশাবাদী তাঁরা।





