eaibanglai
Homeএই বাংলায়মোবাইল চুরি নিয়ে বিবাদ, পরে ধান জমি থেকে দেহ উদ্ধার

মোবাইল চুরি নিয়ে বিবাদ, পরে ধান জমি থেকে দেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– মোবাইল ফোন চুরি নিয়ে বিবাদ। পরে ধান জমি থেকে উদ্ধার অভিযুক্ত ব্যক্তির দেহ । খুনের অভিযোগে পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম চন্দ্রশেখর মণ্ডল (৪৬)। ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে কাঁকসার মলানদিঘির নয়া কাঞ্চনপুরে।

ঘটনা সূত্রে জানা যায় শনিবার সন্ধ্যা থেকে নিখোঁজ হয়ে যান নয়া কাঞ্চনপুরে বাসিন্দা বছর ৪৬-এর চন্দ্রশেখর মণ্ডল। অনেক খোঁজাখুজি করেও তার খোঁজ পাননি পরিবারের লোকজন। অবশেষে প্রায় ২৪ ঘণ্টা পর রবিবার সন্ধ্যায় স্থানীয় একটি ধান ক্ষেতে তার দেহ পড়ে থাকতে দেখন এলাকার কয়েকজন। তাদের দাবি মৃতদেহের গলায় ধানের গাছ জড়ানে ছিল। অন্যদিকে ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশ কুকুর নিয়ে সঠিক তদন্তের দাবিতে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। তাদের দাবি ওই ব্যক্তিকে খুন করা হয়েছে। ঘটনার সাথে যুক্তদের কঠোর শাস্তির দাবি জানান তারা।

অন্যদিকে মৃতের দাদা শান্তিরাম মণ্ডল দাবি করেন, স্থানীয় উত্তম হাঁড়ির একটি মোবাইল চুরির অভিযোগ উঠেছিল তার ভাইয়ের বিরুদ্ধে। শনিবার বিকেলে ফোন করে তার ভাইকে হুমকি দেয় উত্তম। তারপরই বাড়ি থেকে বেরিয়ে যায় চন্দ্রশেখর ও নিখোঁজ হয়ে যায়।

পুলিশ এদিন দেহ উদ্ধার করে মৃতদেহ ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা জানান, ময়নাতদন্তের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে।

এদিকে সোমবার কাঁকসা থানার পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল খতিয়ে দেখেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি সুমন কুমার জয়সওয়াল। পাশাপাশি পরিবারের সদস্যদের সাথে কথাও বলেন তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “দ্রুত এই ঘটনার কিনারা হবে বলে আমরা আমরা আশাবাদী।” যদিও এদিন বিকেল পর্যন্ত ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments