নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- ব্যাঙ্গালোরে রাজ মিস্ত্রীর কাজ করতে গিয়ে রহস্য মৃত্যু কাঁকসার ক্যানেলপাড়ের বাসিন্দা এক যুবকের। মৃতের নাম সতীশ মন্ডল (৩৩)। মৃত যুবকের স্ত্রীর দাবি তার স্বামীকে খুন করা হয়েছে। বিষয়টি নিয়ে কাঁকসা থানার দ্বারস্থ হয়েছেন মৃতের অসহায় স্ত্রী জ্যোৎস্না মন্ডল। পাশাপাশি স্বামীর মৃতদেহ ফিরিয়ে আনার আবেদনও জানিয়েছেন তিনি।
পরিবার সূত্রে জানা গেছে, গত কয়েক বছর ধরে কাঁকসা থানা এলাকার বাসিন্দা এক ঠিকাদার রবি সরকারের সাথে সতীশ মন্ডল পরিযায়ী শ্রমিক হিসেবে ব্যাঙ্গালোরে রাজমিস্ত্রির কাজ করতেন । গত কালী পুজোর পর সে ছুটি কাটিয়ে ব্যাঙ্গালোরে কাজে যোগ দিয়েছিল। গত রবিবার সকালে কাঁকসার বাড়িতে ফোন করে সতীশের মৃত্যুর খবর দেয় রবি সরকার। রবি দাবি করে সতীশ আত্মহত্যা করেছে এবং জানায় ব্যাঙ্গালোরে যে ঘরে সতীশ থাকত, সেই ঘরের বিছানায় তাকে মৃত অবস্থায় উদ্ধার করে সেখানকার থানার পুলিশ। কিন্তু সতীশের মোবাইল ফোনটি পাওয়া যায়নি বলেও জানায় রবি।
জ্যোৎস্নাদেবী জানান গত শনিবার রাতে শেষবার স্বামীর সাথে ফোনে কথা হয়েছিল তার। তখন তিনি স্বাভাবিক কর্থাবার্তা বলেছিলেন। এরপর রবিবার স্বামীর মৃত্যুর খবর পান। জ্যোৎস্না ও মৃত যুবকের পরিবারের দাবি পুরো বিষয়টি নিয়ে রহস্য রয়েছে। তারা নিশ্চিৎ সতীশকে খুন করা হয়েছে। দোষীদের গ্রেফতারের দাবি জানিয়ে বুধবার কাঁকসা থানার দ্বারস্থ হয় জ্যোৎস্না ও তার শ্বশুরবাড়ির লোকজন।
অন্যদিকে পুলিশ জানিয়েছে অভিযোগ পেয়ে তাঁরা ওই রাজ্যের পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।