নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– ট্রেলার থেকে লোহার স্ট্রাকচার ছিটকে পড়ে গুরুতর জখম হলেন এক বাইক আরোহী। দুর্ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের কাঁকসা ব্লকের বাঁশকোপা শিল্প তালুক রোডে। ঘটনাকে কেন্দ্র করে এদিন ব্যপাক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
জখম ব্যক্তির নাম সমীর গড়াই(৩৫)। তিনি দুর্গাপুরের ধুনরা প্লটের বাসিন্দা। একটি বেসরকারি সংস্থায় সেলস ম্যান পদে কাজ করেন সমীর। ঘটনা সূত্রে জানা যায় এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ বাঁশকোপা শিল্প তালুক রোডে দিয়ে বাইকে করে যাওয়ার সময় হঠাৎ একটি ট্রেলার থেকে লোহার স্ট্রাকচার ছিটকে পড়লে তার তলায় বাইক নিয়ে চাপা পড়ে যান সমীর। তার পা ওই লোহার লোহার স্ট্রাকচারের তলায় ঢুকে গিয়ে গুরুতর জখম হন তিনি। খবর পেয়ে এলাকায় ছুটে যায় কাঁকসা থানার পুলিশ ও স্থানীয়দের সাহায্যে তাকে উদ্ধার করে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে।
প্রত্যক্ষদর্শীদের দাবি ট্রেলারে লোহার শিকল দিয়ে স্ট্রাকটার বাঁধা ছিল। কোনোভাবে ওই বাঁধন ছিঁড়ে স্ট্রাকটার রাস্তার উপর ছিটকে পড়ে ও দুর্ঘটনাটি ঘটে।