eaibanglai
Homeএই বাংলায়কাঁকসার গ্রামে গোটা সেদ্ধ খেয়ে ডায়রিয়ার প্রকোপ! চিকিৎসাধীন ২৭

কাঁকসার গ্রামে গোটা সেদ্ধ খেয়ে ডায়রিয়ার প্রকোপ! চিকিৎসাধীন ২৭

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- কাঁকসার গ্রামে ডায়রিয়ার প্রকোপ। এখনো পর্যন্ত দুর্গাপুর মহকুমা হাসপাতাল সহ একাধিক হাসাপাতালে ভর্তি করা হয়েছে ২৭জনকে। অসুস্থ আরো অনেকে।

জানা গেছে বুধবার দুপুরের পর থেকে কাঁকসার মলানদিঘীর আকন্দারা গ্রামে পেটে ব্যাথা,খিচুনি, বমি, পায়খান শুরু হয় গ্রামের বহু মানুষের। একে একে দুর্গাপুর মহকুমা হাসপাতাল, ইএসআই হাসপাতাল ও মলানদিঘীর বেসরকারি মেডিক্য়াল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় ২৭ জনকে। গ্রামের আরো বেশ কয়েকজন অসুস্থ। ওষুধ দিয়ে তাদের বাড়িতেই চিকিৎসা চলছে। ঘটনায় গ্রাম জুড়ে আতঙ্ক তৈরি হয়েছে।

মলানদিঘী স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক রাজিব নন্দী জানিয়েছেন, এই রোগ ডায়রিয়া জাতীয় বলেই প্রাথমিক ভাবে অনুমান। গ্রামে বেশ কয়েকজন অসুস্থ। এলাকায় নজরদারি চালাচ্ছে স্বাস্থ্য দপ্তর।

তবে কি কারণে ডায়রিয়ার প্রকোপ দেখা দিল তা জানা না গেলেও স্থানীয়রা জানিয়েছেন বুধবার গোটা সেদ্ধ় উৎসব ছিল। মূলত দুপুরে খাবার খাওয়ার পরই বিকেলের পর থেকে একে একে অনেকে অসুস্থ হতে শুরু করেন। রান্নায় ব্যহৃত জল ও খাবার জল থেকে সংক্রমণ ছড়িয়ে থাকতে পারে বলে অনুমান অনেকের। তবে সে ক্ষেত্রে টিউবওয়েল সিল করা কিংবা পরিশ্রুত পানীয় জলের ট্যাঙ্কার পাঠানো সহ প্রশাসনের তরফে কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। ফলে টিউবয়েলের জল খেতে বাধ্য হচ্ছেন গ্রামবাসীরা।

যদিও স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক জানিয়েছেন এলাকাবাসীদের জল ফুটিয়ে এবং ওআরএস মেশিয়ে খাওয়ার জন্য বলা হয়েছে। পাশাপাশি এলাকার পুকুরে ব্লিচিং পাউডার দেওয়ার ও টিউবয়েলগুলি সিল করার ব্যবস্থা করা হচ্ছে।

অন্যদিকে মলানদিঘী গ্রাম পঞ্চায়েতের সদস্য সুনিতি চট্টোপাধ্যায় জাানন, বুধবার রাত থেকে গ্রামে নজরদারি রাখা হচ্ছে। এলাকায় পরিশ্রুত পানীয় জল দেওয়ার জন্য জনস্বাস্থ্য কারিগরি দপ্তরকে জানানো হয়েছে। পাশাপাশি চিকিৎসকরাও বিষয়টির উপর নজর রাখছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments