নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– লরির চাকায় পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যুতে উত্তেজনা ছড়াল দুর্গাপুর মহকুমার কাঁকসা ব্লকরে সিলামপুর এলাকায়। মৃত যুবকের নাম কৃষ্ণ বাউরী, বয়স ২৪ বছর।
জানা যায় শুক্রবার সকালে কৃষ্ণ বাউরি সাইকেলে করে বাজারে যাচ্ছিলেন। সেই সময় একটি লরি রাস্তা খারাপ থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেলে ধাক্কা মারে। লরির পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় কৃষ্ণ বাউরির। দুর্ঘটনার পর পরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা লরি ও একটি ডাম্পার ভাঙচুরের পাশাপাশি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালেও পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ নিত্যদিন বেপরোয়া ভাবে ভাড়ি গাড়ি চলাচল করে এলাকার রাস্তা দিয়ে। তার উপরে রাস্তা খারাপ হওয়ার জন্য নিত্যদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় এলাকার মানুষকে। প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা লেগেই থাকে। এদিকে ওই রাস্তা দিয়েই যাতায়াত করতে হয় বহু স্কুল পড়ুয়াকেও। ফলে ওই রাস্তা দ্রুত মেরামত করার পাশাপাশি যান নিয়নন্ত্রণ করার দাবি জানিয়েছেন এলাকার মানুষ।