নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ। রাঁধুনিদের বিক্ষোভের জেরে বন্ধ হয়ে গেল মিড ডে মিলের রান্না। উত্তেজনা কাঁকসার বিদবিহারের শিবপুর উচ্চ বিদ্যালয়ে।
জানা গেছে ওই উচ্চ বিদ্যালয়ে বিদবিহার গ্রাম পঞ্চায়েতের স্বনির্ভর গোষ্ঠীর ৪০ জন মহিলা মিড ডে মিলে রান্না করেন। তাদের অভিযোগ, প্রধান শিক্ষক চার জনকে রেখে বাকিদের জোর করে বের করে দিতে চাইছেন। কেন তাদের বের করে দেওয়া হবে এই প্রশ্ন তুলে শুক্রবার সকাল থেকে ক্ষোভে ফেটে পড়েন তারা এবং প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন। এমনকি যদি তাদের কাজে ফেরানো না হয় তাহলে বিদ্যালয় বন্ধ করে বিক্ষোভ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তাঁরা। এক বিক্ষোভকারী রাঁধুনী বলেন,”যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি পূরণ হচ্ছে আমরা বিক্ষোভ চালাবো। রান্নাও করতে দেব না। বিদ্যালয়ে তালা বন্ধ করে দেবো।”
এদিকে এদিনের বিক্ষোভের জেরে বিদ্যালয়ে মিড ডে মিলের রান্না বন্ধ হয়ে যায়। যদিও প্রধান শিক্ষক দেবব্রত বন্দ্যোপাধ্যায় বলেন,” বিক্ষোভের জেরে মি ডে মিলের রান্না বন্ধ থাকলেও পড়ুয়াদের কেক বিস্কুট দেওয়া হয়েছে। শুধুমাত্র চারজনের অ্যাকাউন্টে টাকা ঢোকায় এই সমস্যা তৈরি হয়েছে। কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। আশা করা হচ্ছে সমস্যা মিটে যাবে।”
অন্যদিকে বিদবিহার গ্রাম পঞ্চায়েতের সদস্য স্বপন সূত্রধর বলেন,” পঞ্চায়েত প্রধান ও প্রধান শিক্ষকের সাথে কথা বলে দ্রুত সমস্যা মেটানো হবে।”



















