নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুর মহকুমার কাঁকসা ব্লকের বিষ্ণুপুর গ্রামে দেখা মিলল বিশালাকার অজগরের। সোমবার রাতে অজগরটিকে দেখতে পাওয়া যায় গ্রামের একটি পুকুর পাড়ে (ঘোষ পুকুর)। প্রত্যক্ষদর্শী গ্রামবাসীদের দাবি অজগরটি প্রায় ৬ ফুট লম্বা।
এদিকে ঘটনা জানাজানি হতেই নিমিষের মধ্যে শোরগোল পড়ে যায় গ্রামে। বিশালাকার অজগর দেখতে ভিড় জমান স্থানীয়রা। পাশাপাশি আতঙ্কও তৈরি হয়। গ্রামবাসীদের দাবি বাড়ির হাঁস মুরগী শিকার করতেই গ্রামে ঘোরাঘুরি করছে ওই দানব অজগর। তবে অনেকেরই মতে জঙ্গলে চৈত্রের দাবদাহে আগুন লেগে যাওয়ায় হয়তো খাদ্য সংকট তৈরি হয়েছে। তাই শিকার ও নিরাপদ আশ্রয়ের খোঁজে জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়েছে বিশালাকার অজগরটি।





