eaibanglai
Homeএই বাংলায়বেসরকারি কারখানার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে পথ অবরোধ

বেসরকারি কারখানার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে পথ অবরোধ

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- যত্রতত্র গাড়ি পার্কিং, ইভটিজিং সহ একাধিক অভিযোগে বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানার গেটের সামনে বিক্ষোভ সামিল হলেন স্থানীয়রা। ঘটনা কাঁকসার বামুনাড়া শিল্প তালুকের। এদিন সকাল থেকে শিল্পতালুকের কারখানার সামনে পথ অবরোধ করে বিক্ষোভে সরব হন স্থানীয় গ্রামবাসীরা। বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে বামুনাড়া শিল্প তালুকের গুরুত্বপূর্ণ রাস্তাটি।

স্থানীয়দের অভিযোগ, ওই রাস্তা দিয়ে স্কুল কলেজের পড়ুয়া সহ এলাকাবাসীর নিত্য যাতায়াত। কিন্তু এই রাস্তার ওপরই দাঁড়িয়ে থাকে বেসরকারি কারখানার গরম স্ল্যাগ বোঝাই গাড়ি। একাধিকবার কারখানা কর্তৃপক্ষকে এইভাবে পার্কিং করতে নিষেধ করা হলেও তারা কোনো গুরুত্ব দেয় না। আতঙ্কের মধ্যে জীবন হাতে নিয়ে যাতায়াত করতে হয় স্থানীয়দের। প্রায়ই পড়তে হয় দুর্ঘটনার কবলে। এমনকি প্রশাসনকে একাধিকবার বিষয়টি নিয়ে জানানো হলেও সেভাবে কোন গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ। তবে শুধু পাকিংয়ই নয় মহিলাদের ইভটিজিংয়ের মতো গুরুতর অভিযোগ করেছেন স্থানীয়রা।

স্থানীয় এক বাসিন্দা সুকুমার ঘোষ জানান, সন্ধ্যার পর মহিলারা এই রাস্তা দিয়ে যাতায়াত করতে নিরাপত্তাহীনতায় ভোগেন। তাদের সঙ্গে অভব্য আচরণের পাশাপাশি টানা হেঁচড়াও করা হয়। দুষ্কৃতীদের আড্ডাখানায় পরিণত হয়েছে কারখানা সংলগ্ন এলাকা। কারখানা তৈরির সময় নানান প্রতিশ্রুতি দেওয়া হলেও সেসব প্রতিশ্রুতি পালন হয়নি। সব মিলিয়ে ওই কারখানার জেরে জেরবার সংলগ্ন গ্রামের মানুষ। তাই বাধ্য হয়েই এদিন পথ অবরোধ করেছেন তারা। দ্রুত সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন গ্রামবাসীরা।

অন্যদিকে কারখানা কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে মুখ খুলতে রাজি হয়নি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments