eaibanglai
Homeএই বাংলায়গাছের সঙ্গে বন্ধুত্বের শপথ নিয়ে রাখি পালন তৃণমূল ছাত্র পরিষদের, বিজেপিকে কটাক্ষ

গাছের সঙ্গে বন্ধুত্বের শপথ নিয়ে রাখি পালন তৃণমূল ছাত্র পরিষদের, বিজেপিকে কটাক্ষ

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুর মহকুমার কাঁকসা ব্লকরে মলানদিঘীর জঙ্গলে গাছের গায়ে পেরেক বিদ্ধ করে টাঙানো রাজনৈতিক পোস্টার, ব্যানার, পতাকা ও হোর্ডিং খুলে ফেলে, রাখি পরিয়ে গাছকে স্নেহের বাঁধনে বেঁধে রাখি উৎসব পালন করলেন তৃণমূলের ছাত্র পরিষদের সদস্যরা। তবে তৃণমূল বা অন্য সব দলের পোস্টার ব্য়ানার খোলা হলেও বিজেপির দলীয় পতাকা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি-সহ পোস্টার ছুলেন না তাঁরা। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

তৃণমূলের অঞ্চল যুব সভাপতি অনন্তরূপ বন্দ্যোপাধ্যায় এদিন স্পষ্ট ভাষায় জানান, “আমরা গাছে পেরেক মারার বিরোধী। সব দলের পোস্টার খুলেছি, কিন্তু বিজেপির পতাকা আর পোস্টার তুলিনি। বার্তা একটাই ওটা বিজেপির কর্মীরাই নিজের হাতে খুলুক।” পোস্টার ও পতাকা সরিয়ে নেওয়ার পর ক্ষত-বিক্ষত গাছের কাণ্ডে বাঁধা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকা রঙিন রাখি। রাখি বেঁধে গাছকে বার্তা “আজ থেকে তুমিও আমাদের ভাই, তোমাকে কেউ কষ্ট দিতে পারবে না।” পাশাপাশি “গাছের সঙ্গে আজীবন বন্ধুত্বের শপথ নিলাম।”

অন্যদিকে তৃণমূল ছাত্র পরিষদের এই উদ্যোগ নিয়ে বিজেপি নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায় বলেন,”আমরা পরিবেশ নিয়ে সচেতন। প্রধানমন্ত্রী এসেছিলাম তখন হয়তো আবেগে অনেকে এই কাজ করেছে। অনেক জায়গায় গাছ থেকে পেরেক সরিয়ে দেওয়া হয়েছে, এখনো যে জায়গায় বাকি আছে সেগুলিও সরিয়ে দেওয়া হবে। তবে তৃণমূলের এত নাচানাচি করার দরকার নেই।”

যদিও মলানদিঘী বনদপ্তরের বিট অফিসার বরুণ মণ্ডল এই উদ্যোগের প্রশংসা করে জানান, বনদপ্তরের তরফেও গাছে পোস্টার-পতাকা টাঙানো বন্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments