নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– প্রায় তিন লক্ষ পুণ্যার্থীর সমাগমে নির্বিঘ্নে শেষ হল এবছরের জয়দেব কেন্দুলির মেলা। তিন দিনের এই মেলায় পুলিশের তৎপরতা ও নজরদারি ছিল চোখে পড়ার মতো। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এবং বীরভূম জেলা পুলিশ মিলিয়ে প্রায় তিন হাজার পুলিশ কর্মী মোতায়েন ছিলেন মেলায়। ফলে মেলার কদিন বিশেষ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে দাবি পুলিশ প্রশাসনের।
অন্যদিকে এবারের মেলায় বিশেষ ভাবে নজর কেড়েছে ট্রাফিক ব্যবস্থা। মুচিপাড়া শিবপুর রোড হয়ে কৃষ্ণপুর হয়ে জয়দেবের মেলায় প্রবেশ করেছিলেন অধিকাংশ পুণ্যার্থী। তাদের যাতে কোন রকম সমস্যা না হয় সেদিকে চূড়ান্ত নজরদারি রেখেছিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কাঁকসা ট্রাফিক বিভাগ। এসিপি ট্রাফিক থ্রি রাজকুমার মালাকার এবং কাঁকসার ওসি ট্রাফিক অনুপ কুমার হাঁটির নেতৃত্বে প্রায় কয়েক কিলোমিটার জুড়ে রাস্তার মাঝে করা হয়েছিল লম্বা ব্যারিকেট। ফলে বিগত বছরগুলি তুলনায় এ বছরে পথ দুর্ঘটনার কবলে পড়তে হয়নি কোন পুণ্যার্থীকে। ট্রাফিকের তরফ থেকে কড়া নজরদারিতে রাখা হয়েছিল পার্কিংয়ের ব্যবস্থাও।
প্রসঙ্গত যানজটের জেরে প্রতিবছরই চরম সমস্যায় পড়তে জয়দেবের মেলায় আসা পুণ্যার্থীদের। এমনকি গত বছর বহু পুণ্যার্থী মেলায় ঢুকতে না পেরে ফিরে যেতে বাধ্য হয়েছিলেন। সে সব বিষয় মাথায় রেখেই এবছর ট্রাফিক ব্যবস্থা জোরদার করা হয়েছিল। ফলে এবছর সমস্যায় পড়তে হয়নি মেলায় ঘুরতে যাওয়া দর্শনার্থী ও পুণ্যার্থীদের।
ট্রাফিক পুলিশের এই অভূতপূর্ব ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন কাঁকসার বিদবিহার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোপাল সরকার সহ এলাকার সাধারণ মানুষ।