সংবাদদাতা,কাঁকসাঃ- নিচে ধানের সবুজ মাঠে, উপরে উড়ছে ড্রোন। মাত্র কয়েক মিনিটেই বিস্তীর্ণ জমিতে ওষুধ বা বীটনাশক স্প্রে করে দিচ্ছে রিমোট চালিত ড্রোন। চাষীদের চোখের সামনে নিমেষে ক্ষেতে ছড়িয়ে পড়ছে কীটনাশক। এমনই ছবি ধরা পড়ল দুর্গাপুর মহকুমার কাঁকসা ব্লকের বিদবিহার গ্রাম পঞ্চায়েতের ফুলঝুড়ি এলাকায়। মঙ্গলবার কৃষি দপ্তরের আতমা প্রকল্পের মাধ্যমে চাষীদের দেখানো হয় কৃষিকাজে ড্রোনের ব্যবহার।
কাঁকসা কৃষি দপ্তরের ব্লক টেকনোলজি ম্যানেজার সারফারাজ হোসেন জানান, “চাষীদের শেখানো হচ্ছে কীভাবে ড্রোনের মাধ্যমে স্প্রে করতে হয়। এতে কীটনাশক বা ওষুধ কম লাগবে ফলে খরচও কম হয়। আর উৎপাদন হয় বেশি। চাষীরা ঘরে বসে মোবাইলে লোকেশন দিলেই ড্রোন পৌঁছে যাবে মাঠে।” স্থানীয় এক কৃষক জানান, “এমন স্প্রে আগে কোনোদিন দেখিনি। এত দ্রুত কাজ হচ্ছে, আর পরিশ্রমও করতে হচ্ছে না।”
সাত লক্ষ টাকা মূল্যের এই ড্রোন কৃষকদের দেওয়া হচ্ছে ভর্তুকিসহ। ৪০%, ৬০%, এমনকি ৮০% ভর্তুকিতেও দেওয়া হচ্ছে এই ড্রোন। যার ধারণক্ষমতা ১০ লিটার।
কৃষিকাজে ড্রোন ব্যবহারে উৎসাহ দিতেই সরকারের এই উদ্য়োগ বলে জানা গেছে। যার ফলে বদলে যেতে চলেছে গ্রাম বাংলার কৃষি কাজের চিত্রটাই।





