নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- ভিন রাজ্যে কাজে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ কাঁকসার পরিযায়ী শ্রমিক। প্রায় তিন মাস ধরে নিখোঁজ ওই শ্রমিকের খোঁজ মেলেনি আজও। চরম দুশ্চিন্তা ও অনিশ্চয়তায় মধ্যে দিন কাটছে অসহায় পরিবারের।
নিখোঁজ শ্রমিকের নাম দেবাশীষ বাগদি (৩৫)। বাড়ি বাঁকুড়ার বড়জোড়া থানার সারামা গ্রামে। তবে তিনি প্রায় ১৩ বছর ধরে কাঁকসার শিবপুরে শ্বশুরবাড়িতে থাকতেন। অনটনের সংসার, তাই কাজের জন্য গত আগস্ট মাসে গ্রামের যুবকদের সঙ্গে চেন্নাইয়ের আইপোটঙ্গল এলাকায় পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন। সেখানে গিয়েই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান তিনি। তার পর থেকে ওই শ্রমিকের আর কোন খবর মেলেনি।
তার সঙ্গে কাজ করতে যাওয়া গ্রামের এক যুবক তাপস লোহার জানান, তারা ঠিকাদারের সাথে চেন্নাইয়ে কাজে গিয়েছিলেন। আগস্ট মাসের ৯তারিখ সকলে ওখানে পৌঁছন। সেই রাতে ঠিকাদেরের সঙ্গে একটি বাড়িতে সকলে ওঠেন, সেখানে পাশের ঘরেই ছিলেন দেবাশীষ। কিন্তু সকালে উঠে তার আর কোন খোঁজ পাওয়া যায়নি। বিষয়টি ঠিকাদারকে জানানো হয়। তিনি পুলিশে জানানো হয়েছে বলে জানিয়েছিলেন। যদিও তার আর কোন হদিশ পাওয়া যায়নি।
এদিকে নিখোঁজ শ্রমিকের পরিবারের তরফে জানানো হয়ে কোন রকম পরিচয়পত্র ছাড়াই তাকে কাজের জন্য নিয়ে যাওয়া হয়েছি। তার আধার কার্ড,ভোটার কার্ড সব বাড়িতেই রয়েছে। যা নিয়ে রহস্য় দানা বেঁধেছে।
নিখোঁজ শ্রমিককে ফিরে পেতে প্রশাসনিক সাহায্যের আবেদন করেছে অসহায় পরিবারটি।


















