নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- রাস্তা মেরামত করে কালভার্ট তৈরির দাবিতে মঙ্গলবার বিক্ষোভ দেখাল কাঁকসা ব্লকের গোপালপুর গ্রামের বাসিন্দারা। অভিযোগ রাস্তা মেরামতের দায় নিয়ে দড়ি টানাটানি চলছে পঞ্চায়েত আর জেলা পরিষদের মধ্যে।
প্রসঙ্গত গোপালপুর গ্রামের বেসরকারি পলিটেকনিক কলেজের সামনে থেকে ভাঙাপাড়া হয়ে বাঁশকোপা মোড় পর্যন্ত ঢালাই রাস্তা রয়েছে। গত বর্ষায় জল নিকাশের অভাবে গোটা এলাকা জলমগ্ন হয়ে পড়ে। বাধ্য হয়ে ঢালাই রাস্তা কেটে জল নিকাশের ব্যবস্থা করে গ্রামবাসী। স্থানীয়দের দাবি সেই সময় কালভার্ট নির্মাণ করে কাটা রাস্তাটি মেরামত করার আশ্বাস দিয়েছিল পঞ্চায়েত। অভিযোগ দীর্ঘ ছ মাস কেটে গেলেও পঞ্চায়েতের তরফে ওই রাস্তা সারাইয়ের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। উল্টে কে ওই রাস্তা তৈরি করবে তা নিয়ে পঞ্চায়েত ও জেলা পরিষদের মধ্যে শুরু হয়েছে টানাপোড়েন। এর ফলে দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। নিত্য দিন ওই ভাঙা রাস্তা দিয়ে যাতায়াত করতে হচ্ছে, ফলে দুর্ঘটনাও ঘটছে বলে দাবি এলাকাবাসীর।
স্থানীয় বাসিন্দা অভি ব্যানার্জী জানান, স্থানীয়দের তরফে ৪-৫ মাস আগেই পঞ্চায়েত ও ব্লক অফিসে রাস্তা মেরামতের আবেদন করা হয়েছে। কিন্তু পঞ্চায়েত কখনো বলছে এটা পঞ্চায়েত সমিতির আবার কখনো বলছে জেলা পরিষদের কাজ। আবার জেলা পরিষদ বলছে ওই কাজ তাদের নয়। ওই রাস্তা তৈরি নিয়ে সরকারি দপ্তরের রীতিমতো দড়ি টানাটানি চলছে। যার ভুক্তভোগী হতে হচ্ছে গ্রামবাসীদের।
যদিও গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীনন্দা রায় মহান্তি দাবি করেন ওই রাস্তাটি জেলা পরিষদের। পঞ্চায়েতের কাজে কোনো ত্রুটি নেই। স্থানীয়দের কাছ থেকে রাস্তা তৈরির আবেদন পেয়েই তিনি বিষয়টি জেলা পরিষদকে জানিয়েছিলেন। পাশাপাশি তিনি আশ্বাস দিয়ে বলেন, “ইতিমধ্যেই জেলা পরিষদের ইঞ্জিনিয়াররা এই রাস্তা পরিদর্শন করেছে। দ্রুত কালভার্ট নির্মাণ এবং কাটা রাস্তা মেরামতের কাজ শুরু হবে।”
অন্যদিকে গ্রামবাসীরা হুঁশিয়ারির সুরে জানিয়েছে দ্রুত এই রাস্তা সংস্কার ও কালভার্ট তৈরির কাজ শুরু না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা।