সংবাদদাতা, কাটোয়া:- পুরনো কর্মীদের মর্যাদা দেয়া হচ্ছে না তাদেরকে দিয়ে কোন কাজও করানো হচ্ছে না, দীর্ঘদিন ধরে দল করেও থাকতে হচ্ছে ব্রাত্য ভাবে। অবশেষে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলা কমিটির মেম্বার পর থেকে অব্যাহতি নিলেন পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের এলাকার বাসিন্দা তথা কাটোয়া সাংগঠনিক জেলা কমিটির সদস্য গৌর ঘোষ। শনিবার রাতে তিনি তার সোশ্যাল মিডিয়া একাউন্ট থেকে এমনই পোস্ট করেন। এ প্রসঙ্গে রবিবার গৌরবাবু জানান, আমাদের দলে কোনো সম্মান নেই, শুধু আমি নই! আমাদের দলে পুরনো কর্মীরাও এই সম্মান পাচ্ছে না। আমাদের ২০২১ সালের আগে যারা মারধর করেছে, তারাই এখন জেলা কমিটির উচ্চস্থানে বসে রয়েছে, আমাদের অসম্মানিত করা হচ্ছে সেই কারণেই পদ ছেড়েছি, তবে বিজেপি ছারিনি। যদিও এই সুযোগকে কাজে লাগিয়েছে তৃণমূল। এ প্রসঙ্গে পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় বলেন, গৌর ঘোষকে আমি অনেকদিন আগেই বলেছিলাম তুমি এ দলে থাকতে পারবেনা, এলাকার দাবি ছিল একটা রাস্তা আমি সেটি করে দিয়েছি, গৌর ঘোষকে বলবো তৃণমূলে যোগদান করার জন্য।


















