সংবাদাতা,কাটোয়া:- শিবরাত্রির দিনে স্নান করতে নেমে নদীতে তলিয়ে গেল দুই যুবক।ঘন্টা খানেক ধরে খোঁজাখুঁজির পর নৌকার মাঝিরা সুমন সাহা (২২) নামে একজনকে উদ্ধার করে তড়িঘড়ি কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে গিলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।সুমন সাহা কাটোয়া কলেজের তৃতীয় বর্ষের পড়ুয়া বলে জানা গেছে।অপরদিকে অর্ঘ্য সাহা(২৩) নামে আর এক যুবকের খোঁজ এখনও মেলেনি।ইতিমধ্যেই অর্ঘ্য সাহার খোঁজে কাটোয়া থানার পুলিশ এবং কাটোয়া মহকুমা বিপর্যয় ব্যবস্থাপন দপ্তরের কর্মীরা যৌথভাবে ডুবুরি নামিয়ে ভাগীরথী নদীতে তল্লাশি চালাচ্ছে।বুধবার দাঁইহাট-মাটিয়ারী ফেরিঘাটের এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।প্রত্যক্ষদর্শী সুনীতা সাহা বলেন,তিন বন্ধু শিবরাত্রি উপলক্ষ্যে ভাগীরথী নদীতে স্নান করতে ঘাটে এসেছিল।এক বন্ধু নদীর পারে বসেছিল আর দুজন স্নান করতে নেমেছিল।দুজন অনেকক্ষণ ধরে স্নান করছিল হঠাৎ একজনকে ডুবতে দেখে তাকে বাঁচাতে গিয়ে অপর বন্ধুও নদীর গভীরে তলিয়ে যায়।তাদে ডুবে যেতে দেখে একজন স্থানীয় বাসিন্দা ওদের বাঁচাতে জলে নামলেও তার পক্ষে তাদের বাঁচানো সম্ভবপর হয়নি।দু-জনেই নদীর জলে তলিয়ে যায়।কলেজ পড়ুয়া সুমন সাহার বাড়ি বেড়া গ্রামে এবং অর্ঘ্য সাহার বাড়ি দাঁইহাটের দেওয়ানগঞ্জ এলাকায়।





