সংবাদদাতা,বাঁকুড়াঃ– আরজি করের ঘটনায় মৃত তরুণী চিকিৎকের আত্মার শান্তি কামনায় বিশেষ শাস্ত্রীয় অনুষ্ঠানের আয়োজন করল ভারত সেবাশ্রম সঙ্ঘের বাঁকুড়া জেলার খাতড়া শাখা। অনুষ্ঠানে এলাকার অগণিত ভক্তের পাশাপাশি যোগ দেন হাজার হাজার সাধারণ মানুষ। নির্যাতিতার আত্মার শান্তি কামনায় সম্মিলীত প্রার্থনার পাশাপাশি ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে উপযুক্ত শাস্তির দাবিও জানানো হয়।
এবিষয়ে খাতড়া ভারত সেবাশ্রম সঙ্ঘের সঞ্চালক স্বামী জীতেন্দ্রিয়ানন্দজী মহারাজ বলেন, বর্তমান প্রেক্ষাপট দেখে মনে হচ্ছে আরজি করের ঘটনায় জড়িত প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা চলছে। এই অবস্থায় প্রতিটি সমাজ সচেতক মানুষকে প্রতিবাদে এগিয়ে আসতে হবে। আজ এই অবস্থায় প্রতিবাদে সামিল না হলে আগামী দিনে এই ধরণের পরিস্থিতিতে আমাদের সকলের এক ধরনের অপমৃত্যু ঘটবে। তাই সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে এসে ঘটনার প্রতিবাদ জানিয়ে নির্যাতিতার পরিবারকে সঠিক বিচারের জন্য প্রশাসনকে বাধ্য করতে হবে।
আশ্রমে এদিন সকাল থেকে আয়োজন করা হয়েছিল বৈদিক শান্তিযজ্ঞ, ভাগবত, গীতা পাঠ। বৈদিক মন্ত্রে আহুতি প্রদান করে চিকিৎসকের আত্মার সদগতি প্রার্থনা করা হয়।