eaibanglai
Homeএই বাংলায়খাতড়ার ‘মেধাবী সঙ্ঘের’ কালীপুজোর অভিনব থিম নজর কাড়ছে

খাতড়ার ‘মেধাবী সঙ্ঘের’ কালীপুজোর অভিনব থিম নজর কাড়ছে

সংবাদদাতা,বাঁকুড়াঃ- এই তো করোনার কিছু আগে পর্যন্ত প্রিয় তারকার সিনেমা রিলিজ হলে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে সিনেমা হলে ভিড় জমাত সিনেমা প্রেমী মানুষ। করনো পরবর্তী ও উন্নত প্রযুক্তির এই সময়ে সে সব যেন এক অতীত কাহিনী। ওটিটি প্ল্যাটফর্মের দাপটে ছোট ছোট শহর থেকে বিলুপ্তির পথে সিনেমা হল। এখন তো সোজাসুজি ওটিটিতেও মুক্তি পাচ্ছে অনেক ছবি। আবার অনেক ছবি হলের বদলে ওটিটি-তে মুক্তি পেয়েও শোরগোল ফেলে দিচ্ছে। কোভিড-লকডাউনের দিনযাপন সেই যে ওটিটি দেখার অভ্যাস হয়ে গিয়েছে, সে আরাম ছেড়ে আর দর্শক বেরোতে চাইছেন না। হলের মতো এক্সপিরিয়েন্স না-ই বা হল! নিজের বাড়িতে বসে সুবিধেমতো সময়ে, আরামে সিনেমা দেখার অভ্যাস হয়ে গিয়েছে মানুষের বিশেষ করে জেন জি’র। অথচ এই সিনেমা , সিনেমা হল, তারকা এসব আগের প্রজন্মের কাছে আবেগের চেয়ে কিছু কম ছিল না। সেই আবেগকে সামনে রেখেই এবারের কালীপুজোয় খাতড়া শহরের ‘মেধাবী সঙ্ঘের’ কালীপুজো থিম ‘খাতড়া সিনেমা’।

গত কয়েক দশকের বিখ্যাত, ব্লকবাস্টার, এবং জনপ্রিয় হিন্দি বাংলা সিনেমার ছবি ও পোস্টারে সেজে উঠেছে প্যান্ডেল। গড়ে তোলা হয়েছে সিনেমা হল, তাতে গ্যালারি, ব্যালকনি, টিকিট কাউন্টার যা এক লহমায় ফিরিয়ে দেয় সিনেমা হলের সেই পুরনো স্মৃতি। এক সময় খাতরা শহরের ‘খাতড়া সিনেমা’কে ঘিরেই গড়ে উঠেছিল সিনেমা প্রেম। এলাকার সিনেমা প্রেমী মানুষ বাংলা হিন্দি সিনেমা দেখতে এই হলেই ছুটতেন। এবার খাতরাবাসীর কাছে সেই স্মৃতি তুলে ধরছে ‘মেধাবী সঙ্ঘের’ পুজো। এছাড়াও প্যান্ডেলের মধ্যেই বড় পর্দায় গত কয়েকদশকের ব্লকবাস্টার সিনেমার ক্লিপিংসও চালানোর ব্যবস্থা করেছেন উদ্যোক্তারা। সব মিলিয়ে ‘মেধাবী সঙ্ঘের’ এবারের পুজোর থিম ঘিরে তমুল উৎসাহ তৈরি হয়েছে শহরবাসীর মধ্যে।

প্রসঙ্গত, প্রতি বছরই ‘মেধাবী সঙ্ঘের’ থিম এলাকার মানুষের নজর কাড়ে। গত বছর “দেশপ্রেম” থিমও জনপ্রিয় হয়েছিল। এবারের থিমও নজর কাড়বে যা দর্শক সংখ্যা দু’লক্ষ ছাড়াবে বলে আশা উদ্য়োক্তাদের।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments