সংবাদদাতা,বাঁকুড়াঃ- দেশি-বিদেশি তারকা খেলোয়াড়দের নিয়ে খাতড়ার সিধু-কানু স্টেডিয়ামে শুরু হলো দু’দিনের ফুটবল উৎসব “রামরঞ্জন স্মৃতি কাপ-২০২৫”। খাতড়া জীবনপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত এই দু’দিনের ফুটবল প্রতিযোগিতায় মোট ১৬টি দল অংশ নিয়েছে। শনিবার প্রতিযোগিতার উদ্বোধন হয়। এদিন দিনভর লিগ ম্যাচের খেলা দেখতে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার ফুটবলপ্রেমী মানুষ।
আয়োজকদের দাবি, রামরঞ্জন স্মৃতি কাপ শুধু খেলার আসর নয়, এটি খাতড়ার ক্রীড়া-সংস্কৃতির ঐতিহ্য বহন করছে। এ বছর দেশ-বিদেশের খেলোয়াড়রা প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। তাঁদের পায়ের জাদু দর্শকদের নতুন অভিজ্ঞতা দেবে।
প্রতিযোগিতার মোট পুরস্কারের অর্থ রাখা হয়েছে প্রায় ৫ লক্ষ ৭৫ হাজার টাকা। প্রথম পুরস্কার ২,১০,০০০ টাকা। দ্বিতীয় পুরস্কার ১,৬৫,০০০টাকা। এছাড়া দুই সেমিফাইনালে হেরে যাওয়া দল পাবে ১,০০,০০০টাকা করে। এই বিপুল পুরস্কার অর্থ খেলোয়াড়দের যেমন উৎসাহ দিচ্ছে, তেমনি খেলা ঘিরে সাধারণ মানুষের আগ্রহও আরও বাড়িয়ে তুলেছে।
রবিবার বিকেলে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। তবে এক কথায় বলা যায়, খাতড়া প্রস্তুত এক ফুটবল মহারণের সাক্ষী হতে। ফুটবল উৎসবের আবহে ইতিমধ্যেই খাতড়া শহর জুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।





