eaibanglai
Homeএই বাংলায়অনুষ্ঠিত হলো সারাবাংলা যোগা ও অঙ্কন প্রতিযোগিতা

অনুষ্ঠিত হলো সারাবাংলা যোগা ও অঙ্কন প্রতিযোগিতা

নীহারিকা মুখার্জ্জী চ্যাটার্জ্জী, কলকাতা -: পরাধীন ভারতে বিপ্লবীদের শারীরিক, মানসিক ও নৈতিক দিক দিয়ে সুস্থ রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ‘বঙ্গীয় প্রাদেশিক জাতীয় ক্রীড়া ও শক্তিসংঘ’। দেশ স্বাধীন হওয়ার পরও তারা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। বাংলার যুব সমাজের প্রতি আজও তাদের প্রচেষ্টা অব্যাহত আছে।

প্রতিযোগীদের পাঁচটি ভাগে ভাগ করে প্রতিভার সন্ধানে প্রায় মাস ছয়েক আগে তারা বিভিন্ন জেলায় আয়োজন করেছিল যোগা ও অঙ্কন প্রতিযোগিতা। বিভিন্ন জেলা থেকে প্রতিটি বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধীকারীদের নিয় ১ লা সেপ্টেম্বর কলকাতার বিধান শিশু উদ্যানে আয়োজিত হয় সারা বাংলা ‘স্নেহেষ সুর’ স্মৃতি রাজ্য যোগাসন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় ৩০৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। পাশাপাশি ‘শম্ভুনাথ মল্লিক স্মৃতি’ বসে আঁকো প্রতিযোগিতায় ১০৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রসঙ্গত শম্ভুনাথ মল্লিক হলেন ‘বঙ্গীয় প্রাদেশিক জাতীয় ক্রীড়া ও শক্তিসংঘ’-এর প্রতিষ্ঠাতা। উদ্যোক্তাদের পক্ষ থেকে অনুষ্ঠানের শেষে সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন স্বনামধন্য আয়রনম্যান নীলমনি দাসের সুযোগ্য পুত্র স্বপন দাস, তপন কর, গুরুদাস আঢ্য সহ সংস্থার রাজ্য সম্পাদিকা তৃপ্তি প্রামাণিক, সহ-সম্পাদিকা মন্দিরা মুখার্জ্জী, নয়ন ভট্টাচার্য, অনিল নস্কর সহ আরও অনেকেই। সহযোগিতার জন্য প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মন্দিরা দেবী বলেন, রাজ্যব্যাপী এতবড় একটা প্রতিযোগিতার আয়োজন করা কষ্টকর হলেও সবার সহযোগিতায় আমরা অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সফল হয়েছি। আশাকরি আগামীতেও আমরা সবার সহযোগিতা পাব।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments