eaibanglai
Homeএই বাংলায়তিলোত্তমার মৃত্যু নিয়ে কী বললেন রূপসাগরের মনের মানুষ খ্যাত দেবায়ন ভট্টাচার্য?

তিলোত্তমার মৃত্যু নিয়ে কী বললেন রূপসাগরের মনের মানুষ খ্যাত দেবায়ন ভট্টাচার্য?

সঙ্গীতা চ্যাটার্জীঃ- আর জি কর কাণ্ডে উত্তাল হয়ে আছে গোটা দেশ। প্রত্যেকটা মুহূর্তে রাজ্য রাজনীতির বেড়া টপকে এই আন্দোলনের পরিধি একটু একটু করে বেড়েই চলেছে। প্রায় প্রতিদিন ন্যায় বিচারের দাবিতে রাস্তায় নামছেন অসংখ্য মানুষ থেকে চিকিৎসক ও শিল্পীরা। আর জি করের তিলোত্তমার এই ভয়াবহ পরিণতি দেখে
সকলের একটাই দাবি ‘ন্যায়বিচার’।

আর জি করের তিলোত্তমার মৃত্যু নিয়ে কথা বলা হয়েছিল ‘রূপসাগরে মনের মানুষ’ ধারাবাহিকের নায়ক দেবায়ন ভট্টাচার্যের সাথে। তিনি জানান, এক ভয়ঙ্কর মানসিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। অভিনেতার কথায়,“আমার না কিছু বলার নেই সত্যি জানেন তো। আমি এখন‌ও একটা মানসিক অস্থিরতায় আছি। দোষীরা শাস্তি পাক এটাই আমার দাবি। এরকম নারকীয় ঘটনা যেন কোনদিনও আর না ঘটে, তার দিকে আমাদের প্রত্যেককে দায়িত্ব নিতে হবে। সবাইকেই এগিয়ে আসতে হবে। তবে তিলোত্তমা যে সমাজটা দেখে গেল সে রকম সমাজ আমরা কেউ ডিজার্ভ করি না।” এক‌ই সাথে অভিনেতা জানান, তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে প্রতি মুহূর্তে রাস্তায় নেমে মিছিলে পা মিলিয়ে চলেছেন তিনি। বুধবার হাওড়া থেকে একটি প্রতিবাদ মিছিল বেরোয় তিলোত্তমার ন্যায়বিচার চেয়ে, তাতেও পা মেলান অভিনেতা।

প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’ ধারাবাহিকের রাজকমল চরিত্রটি করছেন তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments