সঙ্গীতা চ্যাটার্জী:- তিলোত্তমা ও আর জি কর নিয়ে উত্তাল হয়ে আছে রাজ্য রাজনীতি। মানুষের মুখে এখন একটাই কথা, তারা ন্যায় বিচার চান,অপরাধীদের উচিত শাস্তি চান। সাধারণ মানুষ থেকে চিকিৎসক সকলেই এই দাবিতে পথে নেমেছেন। সম্প্রতি এই তিলোত্তমা প্রসঙ্গে মুখ খুললেন জনপ্রিয় অভিনেতা প্রিয়ব চৌধুরী। ‘এই বাংলায়’র প্রতিনিধি সঙ্গীতা চ্যাটার্জীকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা বলেন, “কেউ অপরাধ করলে তার শাস্তি হওয়া দরকার। সেটা কোন ছেলের ক্ষেত্রেই হোক বা মেয়ের ক্ষেত্রে।”
তিলোত্তমার মত স্বপ্নদীপের সাথে হওয়া অন্যায়েরও বিচার প্রয়োজন এই প্রসঙ্গে অভিনেতা বলেন,“স্বপ্নদীপের ক্ষেত্রেও সেটা চরম জঘন্যতম একটা অপরাধ ছিল। তখন সবাই আমরা জাস্টিস চেয়েছিলাম। পথেও নেমেছিলাম। যে বা যারা এই জঘন্য অপরাধ করেছে তাদের শাস্তি দাবি করেছিলাম আর তিলোত্তমার ক্ষেত্রেও একটা মেয়েকে এতটা অত্যাচার করে মার্ডার করা হয়েছে যেটা ভাবলেই আমাদের সবার গা শিউরে উঠছে.. মেয়েটা কতটা কষ্ট সহ্য করেছে। যে বা যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ঘটনার সাথে যুক্ত তাদের সবার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এমন শাস্তি হওয়া উচিত যাতে এইরকম জঘন্য অপরাধ করতে যে কেউ ভয় পায়।”
কলকাতা সহ পুরো রাজ্যে মেয়েদের নিরাপত্তা আরও বেশি সুনিশ্চিত করা উচিত এই প্রসঙ্গে অভিনেতার বক্তব্য,“অবশ্যই কলকাতার মত শহরে মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করা উচিত। যাতে তারা নির্ভয়ে কাজ করতে পারে । আর আমাদের দেশে আরও কঠিনতম আইন আনা উচিত এইরকম ঘৃণ্য অপরাধের জন্য আর অবশ্যই দ্রুত বিচার হওয়া উচিত এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া উচিত।”