eaibanglai
Homeএই বাংলায়‘দ্রুত বিচার হোক,এই পরিস্থিতি খুব হতাশাজনক’ তিলোত্তমা কাণ্ডে বললেন অভিনেতা অরিজিৎ লাহিড়ী

‘দ্রুত বিচার হোক,এই পরিস্থিতি খুব হতাশাজনক’ তিলোত্তমা কাণ্ডে বললেন অভিনেতা অরিজিৎ লাহিড়ী

সঙ্গীতা চৌধুরীঃ- আর জি কর ও তিলোত্তমা এই দুটো শব্দ‌ই উত্তপ্ত করে রেখেছে রাজ্য রাজনীতিকে। চারিদিকে একটা টালমাটাল পরিস্থিত চলছে। এই পরিস্থিতি সাধারণ মানুষ থেকে শুরু করে চিকিৎসক সকলকে দাঁড় করিয়ে দিয়েছে পথে। এই পরিস্থিতিতে সকলের একটাই দাবি তারা ন্যায় চান। সাম্প্রতিক পরিস্থিতিতে আমরা কথা বলি ফটাস, শাস্ত্রী ও হুদুর দুর্গার জনপ্রিয় অভিনেতা অরিজিৎ লাহিড়ীর সাথে।

আর জি কর নিয়ে কী বললেন তিনি?
আমাদের প্রতিনিধি সঙ্গীতা চৌধুরীকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা জানান, “আর জি কর নিয়ে আমি বলব, যে ঘটনাটি ঘটেছে সেটা একদমই নিকৃষ্টতম একটি ঘটনা। আর যে জিনিসটা আমাদের আশেপাশে এই মুহূর্তে চলছে সেটা ভীষণ হতাশাজনক। এমনিতেই আমাদের দেশের অবস্থা খুব ভালো না এবং পশ্চিমবঙ্গের অবস্থা তো ছেড়ে দিলাম, আমার অনেক স্কুলের বন্ধু ডাক্তার এবং তাদের কাছেই শুনছি যে কি পরিস্থিতির মধ্য দিয়ে এই সময়টা যাচ্ছে এবং ওরা কীভাবে বিষয়টাকে হ্যান্ডেল করছে এবং ওদের যে রাগ ওদের যে যন্ত্রনা সেইটা তো ফেলে দেওয়ার একদমই নয়। সবাই যে রাস্তায় নামছে যন্ত্রণা,রাগ, দুঃখ ও বিচার পাওয়ার আশা থেকেই নামছে। আমি প্রার্থনা করছি যাতে বিচারটা হয় এবং এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে আর যেন দেরি না হয়। কারণ আর দেরি হলে বিষয়টা খুব খুব খারাপের দিকে চলে যাবে। আর একজন মানুষ হিসেবে পুরুষ হিসেবে অবশ্যই চাইব আমার কোন বোন বা মায়ের সাথে যেন এমন ঘটনা দ্বিতীয়বার না ঘটে।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments