নীহারিকা মুখার্জ্জী,কলকাতাঃ- দুই শতাধিক কবি-সাহিত্যিকের উপস্থিতিতে গত ২৮ শে জানুয়ারি শিয়ালদহের কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট হলে প্রকাশিত হয় বিনোদন সাহিত্য পত্রিকার চতুর্থ বর্ষের চতুর্থ আন্তর্জাতিক কলকাতা বইমেলা সংকলন-২০২৩ ‘শ্লোগান’। প্রতিবাদকে বিষয়বস্তু করে প্রায় ২৫০ জন বিশিষ্ট কবি প্রতিবাদের কবিতা সমৃদ্ধ এই সংকলনে কলম ধরেছেন প্রায় ৭০ টি পত্রিকার সম্পাদক-সম্পাদিকা।
বিশেষ অতিথির হাত ধরে ‘শ্লোগান’ প্রকাশিত হওয়ার পর হলে উপস্থিত প্রত্যেক কবিকে সম্বর্ধনা দেওয়া হয় এবং হাতে তুলে দেওয়া হয় মেমেন্টৌ ও সংকলন পত্রিকা।
প্রায় পাঁচ ঘণ্টার এই অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী নবলতা শীল ও সমাপ্তি সঙ্গীত পরিবেশন করেন কৃষ্ণা মোদক রায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন বর্ষীয়ান কবি-সাংবাদিক কমল দে সিকদার, কৃষ্ণা বসু, বরুণ চক্রবর্তী, জয়দীপ চট্টোপাধ্যায়, শঙ্খচূড় চক্রবর্তী ও নিগমানন্দ মণ্ডল প্রমুখ। উপস্থিত ছিলেন বর্তমান প্রজন্মের অন্যতম শক্তিশালী কবি সূচনা গাঙ্গুলী। এই সংকলনে তার একটি কবিতা স্হান পেয়েছে। ইতিমধ্যে তার লেখা কবিতাটি অনেকের প্রশংসা আদায় করে নিয়েছে।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিনোদন সাহিত্য পত্রিকার সম্পাদক তথা কবি-সাহিত্যিক সুশান্ত ঘোষ।
উপস্থিত অতিথি ও কবিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সুশান্ত বাবু বলেন – এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত হওয়ার জন্য আমি গর্বিত। আশাকরি আগামী দিনেও আমি প্রত্যেকের সহযোগিতা পাব।