eaibanglai
Homeএই বাংলায়প্রশাসনিক সমস্যার সমাধানে এবার আসছে 'সরাসরি মুখ্যমন্ত্রী'

প্রশাসনিক সমস্যার সমাধানে এবার আসছে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’

এই বাংলায় ওয়ের ডেস্কঃ- ‘দুয়ারে সরকার’ ও ‘পাড়ায় পাড়ায় সমাধান’ কর্মসূচির পর প্রশাসনিক সমস্যার সমাধানে এবার আসছে নয়া সরকারি কর্মসূচি ‘সরাসরি মুখ্যমন্ত্রী’। এই কর্মসূচির মাধ্যমে যে কোনও সমস্যার সমাধানের জন্য সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারবে আমজনতা। এই কর্মসূচির লক্ষ্য হলো, অভিযোগ পাওয়া মাত্রই প্রশাসনিকভাবে তা সমাধান করা। বৃহস্পতিবার নবান্ন থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষাণা হতে চলেছে । এই কর্মসূচির অংশ হিসেবে দেওয়া হবে নির্দিষ্ট ফোন নম্বর। যার মাধ্যমে আমজনতা সরাসরি ফোনে তাদের সমস্যার কথা জানাতে পারবেন। এজন্য নবান্ন লাগোয়া উপান্নে টেলি যোগাযোগের আধুনিক সরঞ্জাম, নির্দিষ্ট ফোন নম্বর ও পেশাদার কর্মী নিয়োগ সহ সমস্ত রকম পরিকাঠামো তৈরির কাজ শেষ পর্যায়ে বলে জানা গেছে।

উল্লেখ্য ‘দুয়ারে সরকার’ ও ‘পাড়ায় পাড়ায় সমাধান’ কর্মসূচির মাধ্যমে মানুষের মধ্যে প্রশাসনের সম্পর্কে ইতিবাচক প্রভাব ফেলা সম্ভব হয়েছে বলে মনে করছে সরকার। সেই সাফাল্যের কথা মাথায় রেখেই রাজ্য সরকার ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ কর্মসূচি আনতে চলছে। যদিও পঞ্চায়েত ও লোকসভা ভোটকে সামনে রেখেই জনসংযোগের জন্য নয়া এই সরকারি কর্মসূচি কার্যকর করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এমনটাই মনে করছেন রাজনৈতিক ওয়াকিবহাল মহলের একাংশ। উল্লেখ্যে গত বিধানসভা ভোটের আগে ‘দিদিকে বলো’ এবং ভোটের পর ‘দিদির সুরক্ষা কবচ’কে জনসংযোগের জন্য হাতিয়ার করেছিল তৃণমূল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments