সঙ্গীতা কর, কলকাতা -: ‘বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস’ উপলক্ষ্যে ‘কড়া খবর’ সংবাদ মাধ্যমের পক্ষ থেকে শিয়ালদহের কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট হল ঘরে এক আলোচনাচক্রের আয়োজন করার পাশাপাশি ‘কলম সৈনিক’ স্মারক সম্মাননি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অন্যান্যদের সাথে ‘কলম সৈনিক’ সম্মাননায় ভূষিত হন দৈনিক ‘পুবের কলম’ পত্রিকার হাইকোর্ট সংবাদদাতা মোল্লা জসিমউদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা প্রেস ক্লাবের সম্পাদক কিংশুক প্রামাণিক, ডানকুনি প্রেসক্লাবের সভাপতি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, শিক্ষাবিদ মলয় কুমার পাল প্রমুখ। ‘কড়া খবর’ এর সম্পাদক কৃষ্ণপ্রসাদ পাত্র বলেন -” যারা নির্ভীকভাবে সাংবাদিকতা করছেন, তাদের কে আমরা সম্মান জানাতে পেরে খুশি “। সাংবাদিক জসিমউদ্দিন বলেন – পুরস্কার পেতে খুবই ভাল লাগে। পাশাপাশি দায়িত্ব বাড়িয়ে দেয়।





