সৌভিক সিকদার, গুসকরা, পূর্ব বর্ধমান -: রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত দেড় শতাধিক কবি-সাহিত্যিক, সমাজসেবী সহ বিশিষ্ট জনদের উপস্থিতিতে গত ১ লা ফেব্রুয়ারি এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে গুসকরা রটন্তী কালীতলায় আয়োজিত গুসকরা উৎসব মঞ্চে প্রকাশিত হলো ‘কামদুঘা’ সাহিত্য পত্রিকা। এবার নিয়ে পত্রিকাটি ৩৯ তম বর্ষে পদার্পণ করল।
দীপ জ্বেলে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রবীণ সাংবাদিক সন্তোষ দত্ত। তাকে সহযোগিতা করেন মঞ্চে উপস্থিত অন্যান্য বিশিষ্ট অতিথিরা।
পদ্মশ্রী রতন কাহার নিজ জীবনের কথা বলার পাশাপাশি গান গেয়ে মেলার উপস্থিত সকলকে মুগ্ধ করেন। অনুষ্ঠানে প্রয়াত বাউল কবি ও গীতিকার অরুণ কুমার চক্রবর্তীকে স্মরণ করার পাশাপাশি উপস্থিত সকল কবি সাহিত্যিকদের হাতে তুলে দেওয়া হয় ‘বাউল কবি অরুণ কুমার চক্রবর্তী স্মৃতি পুরস্কার’। পাশাপাশি পরিবেশ সবুজায়নের লক্ষ্যে প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় একটি করে চারাগাছ। এর আগে পত্রিকার আটত্রিশতম বর্ষের বিশেষ মোড়ক উন্মোচন করেন প্রবীণ সাংবাদিক সন্তোষ দত্ত, ড. সর্বজিৎ যশ, ড. আদিত্য মুখোপাধ্যায়, পদ্মশ্রী রতন কাহার, সমাজসেবী অমর চাঁদ কুন্ডু কবি-সাহিত্যিক শিবশঙ্কর বক্সী, গণপতি ঘোষ, তপন মুখোপাধ্যায়, প্রদীপ কবিরাজ প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার লোকগানের প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব পদ্মশ্রী রতন কাহার,গবেষক ডঃ আদিত্য মুখোপাধ্যায়, অধ্যাপক ও গবেষক সর্বজিৎ যশ, সমাজবন্ধু অমরচাঁদ কুন্ডু প্রমুখ। ‘কামদুঘা’ পত্রিকার সম্পাদক তথা কবি সাংবাদিক ধনঞ্জয় বন্দ্যোপাধ্যায় জানান, ‘প্রতিটি অনুষ্ঠানে নবীন প্রজন্মের সংখ্যাটা যথেষ্ট কম, তাই নবীনদের সাহিত্যমুখী করাটাও এই অনুষ্ঠানের অন্যতম উদ্দেশ্য।’ একইসঙ্গে নবীন প্রজন্মকে খ্যাতির লোভ সংবরণ করে সাহিত্য সাধনায় মনোনিবেশ করার পরামর্শ দেন তিনি।






 
 
		 
                                    
