eaibanglai
Homeএই বাংলায়'প্রজ্বলন' এর সাংস্কৃতিক অনুষ্ঠান হলো কলকাতায়

‘প্রজ্বলন’ এর সাংস্কৃতিক অনুষ্ঠান হলো কলকাতায়

সঙ্গীতা কর, কলকাতা -: প্রতিষ্ঠা করার পর কখনোই সংস্থার কর্ণধার ভাবতে পারেননি প্রয়াত ফাদার গাস্ত্রঁ রোবেজ প্রতিষ্ঠিত এবং চলচ্চিত্র জগতের মহীরুহ প্রয়াত সত্যজিৎ রায়ের বহু স্মৃতি বিজড়িত তীর্থস্থান ‘চিত্রবাণী’-তে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা যাবে। এটা তার কাছে ছিল একটা স্বপ্নের মত। অবশেষে সেই স্বপ্ন বাস্তবের রূপ পেল।

সম্প্রতি ‘প্রজ্বলন’- এর উদ্যোগে একগুচ্ছ সুপরিচিত কবি, সাহিত্যিক ও বাচিক শিল্পীর উপস্থিতিতে ‘চিত্রবাণী’-তে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত কবি ও বাচিক শিল্পীরা কবিতা পাঠ, আবৃত্তি, সংগীত, শ্রুতি নাটক ইত্যাদি পরিবেশন করেন। সাহিত্য সম্পর্কে প্রবীণদের মননশীল আলোচনা অনুষ্ঠানটিকে অন্য উচ্চতায় পৌঁছে দেয়। এছাড়া অনুষ্ঠানে সর্ণালী মন্ডলের কাব্যগ্রন্থ ‘অন্তহীন চার’ দিনের আলোর মুখ দেখে।

প্রসঙ্গত, আজ থেকে বেশ কয়েক বছর আগে বিশিষ্ট কবি, বাচিক শিল্পী, অভিনেত্রী, চিত্র শিল্পী ও গবেষক সর্ণালী মন্ডলের ঐকান্তিক ইচ্ছা ও প্রচেষ্টায় গড়ে ওঠে ‘প্রজ্বলন’ সংস্থাটি। মূল লক্ষ্য ছিল অনাথ দুঃস্থ শিশুদের শিক্ষা প্রদান সহ বিভিন্ন হাতের কাজ, সাংস্কৃতিক শিক্ষা প্রদান করার পাশাপাশি সেবামূলক কাজ করা।

অনুষ্ঠানে অংশগ্রহণে কবি নৃপেন চক্রবর্তী, ভবেশ বসু, ড. সত্য প্রিয় মুখোপাধ্যায়, ড. ভারতী বন্দোপাধ্যায়, বৈজয়ন্ত রাহা, কেতকী প্রসাদ রায়, শাকিল আহমেদ, পিনাকী বসু, শিশির মল্লিক, চন্দ্রা বন্দোপাধ্যায়, অংশুমান চক্রবর্তী, চন্দ্রিকা বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘প্রজ্বলন’ এর উপদেষ্টা অরুপ পান্তী, সভাপতি ডঃ ভারতী বন্দোপাধ্যায় এবং সম্পাদিকা সর্ণালী মন্ডল।

সর্ণালী দেবী বললেন, অনেকদিন ধরেই এই ধরনের একটি অনুষ্ঠানের আয়োজন করার ইচ্ছে ছিল। কিন্তু বিভিন্ন কারণে সেটা সম্ভব হচ্ছিলনা। প্রথম সুযোগটা এতবড় একটা মঞ্চে পাব সেটা ভাবতে পারিনি। আমরা খুব খুশি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments