eaibanglai
Homeএই বাংলায়জঙ্গি দমনে সেনাবাহিনীর পাশে থাকার ডাক দিল 'স্বজন'

জঙ্গি দমনে সেনাবাহিনীর পাশে থাকার ডাক দিল ‘স্বজন’

সঙ্গীতা কর, কলকাতা -: একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে একাধিক কবি, সাহিত্যিক ও গুণীজনদের উপস্থিতিতে হাওড়ার বাগনানের সাহিত্যচর্চা সংস্থা ‘স্বজন’-এর উদ্যোগে শিয়ালদহের কৃষ্ণচন্দ্র ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট হলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মদিবস পালন করা হয়। কবির প্রতিকৃতিতে মাল্যদান করে তাঁর প্রতি সম্মাননা প্রদর্শন করেন উপস্থিত ব্যক্তিরা।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী মধুসূদন বাগ, উমা সিনহা, মুকুল চক্রবর্তী, কমলিকা রায়চৌধুরী, জয়ন্তী সোরেন ও নন্দিনী মন্ডল। কবিতা পাঠ করেন সোমনাথ চক্রবর্তী, শিব শংকর বক্সি ও বিপুল কুমার ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের হাত ধরে এগারো বছরের কবি আত্মজা ভট্টাচার্য্যের লেখা ‘দুর্গা’ এবং ড. শিবানী পান্ডের লেখা ‘এক লক্ষ ক্ষত’ ব‌ই দু’টি প্রকাশিত হয়।

অনুষ্ঠানে ‘বসু প্রকাশন’-এর পক্ষ থেকে অভিষিক্তা দে, টুম্পা রায়চৌধুরী, সাহানা হাজরা, দীপক চক্রবর্তী সহ দশজন কবিকে সম্মানিত করা হয়। এছাড়া উদ্যোক্তাদের পক্ষ থেকে বিশেষ সম্মাননা দেওয়া হয় সুজাতা দে, সঙ্গীতা বসু রায়, প্রীতম রায়, ডা. গীতা বিশ্বাস ও শিবানী কুন্ডু সাহাকে। আজকের দিনটির তাৎপর্য ব্যাখ্যা করেন বরুণ চক্রবর্তী, ডা. সিরাজুল ইসলাম ঢালি, ড. সমীর শীল,ড. সমরেন্দ্র নাথ ঘোষ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ড. সীমা রায়।

এর আগে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট কবি নমিতা চৌধুরী। অনুষ্ঠানের সভাপতি ছিলেন মুকুল চক্রবর্তী, চেয়ারম্যান তৃপ্তি কুন্ডু রায় এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি সম্মান প্রাপ্ত কবি রমলা মুখার্জি।

উদ্যোক্তাদের পক্ষ থেকে উপস্থিত অতিথিদের বরণ করেন আকাশ পাইন, প্রণতি ভট্টাচার্য্য, পৌলভী মিশ্র, টুম্পা রায়চৌধুরী ও রবীন্দ্র নাথ দাস। তাদের হাতে তুলে দেওয়া হয় স্মারক, দুধ, কলা , আম ও আমসত্ব।

নিজের বক্তব্য রাখতে গিয়ে সম্পাদক চন্দ্রনাথ বসু বর্তমান পরিস্থিতিতে সমস্ত কবি-সাহিত্যিকদের দেশের বীর জওয়ানদের পাশে থাকার আহ্বান জানান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments