সংবাদদাতা কলকাতাঃ- বিশ্ব বিখ্যাত আন্তর্জাতিক ফুটবলার মেসি আজ কলকাতায়। ইতিমধ্যেই গোটা রাজ্য সহ কলকাতার ফুটবলপ্রেমী মানুষদের মধ্যে তুমুল উদ্দীপনা। কলকাতার আন্তর্জাতিক মানের বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হয় মেসির আগমন ও সম্বর্ধনা পর্ব। সারাদেশ রাজ্য সহ কলকাতা শহর আজ ফুটবলের দেবতাকে চাক্ষুষ করবে।কলকাতার ফুটবলপ্রেমীরা ইতিমধ্যেই কলকাতার প্রায় প্রতিটি রাস্তায় সাজিয়ে তুলেছে বিখ্যাত ফুটবল প্লেয়ার মেসির কাটআউট ছবি ও বিভিন্ন লেখা দিয়ে। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই কলকাতার বিভিন্ন রাস্তায় যানবাহন ও মানুষের ভিড় সামলানোর জন্য অতিরিক্ত পুলিশকর্মী ও স্বেচ্ছাসেবক মোতায়ন করা হয়েছে।

এদিকে যে জায়গায় মেসির মূল অনুষ্ঠানটি সেই বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন এখন দুর্গাপুরের সনকা মেডিকেল কলেজ ও হাসপাতাল গ্রুপের পোস্টার ব্যানার ও কাটআউটে ভরে গিয়েছে। এক কথায় বলতে গেলে আজ বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন আন্তর্জাতিক ফুটবল খেলোয়াড় মেসির সাথে সাথে দুর্গাপুরের অন্যতম বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান সনকা গ্রুপের উপস্থিতিতে উজ্জল হবে। সারাদেশ রাজ্য সহ কলকাতা আজ দেখবে একটুখানি দুর্গাপুর মেসির ফুটবল ময়দানের চারিদিকে। দুর্গাপুর শিল্পাঞ্চলের ফুটবলপ্রেমীরা নিজেদের শহরের একটি শিক্ষা প্রতিষ্ঠানকে কলকাতার বুকে মেসির মতন এক বিখ্যাত খেলোয়াড়কে অভ্যর্থনা জানাতে হাজির হওয়ায় গর্ব অনুভব করছেন।
উদ্যোক্তাদের একজন অতি উৎসাহিত হয়ে বলে ওঠেন, “আজ আন্তর্জাতিক ফুটবল খেলোয়াড় মেসির মাঠ দখল করে নিয়েছে দুর্গাপুরের শিক্ষা প্রতিষ্ঠান সনকা।” অন্যদিকে শিল্পাঞ্চল দুর্গাপুরের সকল বাসিন্দদের বুক গর্ভে ভরে যাচ্ছে এই ভেবে যে তারা সেই মাঠে উপস্থিত না থাকতে পারলেও আন্তর্জাতিক ফুটবল তারকা মেসির মাঠ দখল করে রয়েছে দুর্গাপুরেরই এক স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল।



















