eaibanglai
Homeএই বাংলায়প্রকাশিত হলো 'সবুজ কলম' সাহিত্য পত্রিকা

প্রকাশিত হলো ‘সবুজ কলম’ সাহিত্য পত্রিকা

সঙ্গীতা কর, কলকাতা -: পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা সহকারে দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে ১৪ ই এপ্রিল শিয়ালদহের কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট হলে ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবিধান প্রণেতা ড. বি আর আম্বেদকরের ১৩৫ তম জন্মদিবস পালন করা হয়। আম্বেদকারের প্রতিকৃতিতে মাল্যদান করে তাঁর প্রতি সম্মাননা প্রদর্শন করেন উপস্থিত অতিথিরা।

অনুষ্ঠানে কলকাতার ‘বসু প্রকাশনা’-র উদ্যোগে প্রকাশিত হয় ‘সবুজ কলম’ সাহিত্য পত্রিকা। প্রকাশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙ্গালী সাহিত্যিক পৃথ্বীরাজ সেন। উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি শ্যামল কুমার বিশ্বাস, চেয়ারম্যান ড. সীমা রায়, মুখ্য পৃষ্ঠপোষক বরুণ চক্রবর্তী, কানন হাঁসদা, শিবশংকর বক্সি, রঞ্জনা কর্মকার, মুস্তাক আহমেদ, তুষার কান্তি মুখার্জ্জী প্রমুখ।

অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী কনিনীকা রায়চৌধুরী। এছাড়াও সংগীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী মধুসূদন বাগ। নৃত্য পরিবেশন করেন তাপস দে ও সুস্মিতা চট্টোপাধ্যায়। কবিতা পাঠ করেন সাংবাদিক ধনঞ্জয় বন্দোপাধ্যায় ও অজয় তরফদার।


এইদিন আম্বেদকর ‘শান্তি সম্মান’ প্রদান করা হয় বিশিষ্ট জাতীয় চিত্রশিল্পী সুজাতা দেকে এবং ‘স্মৃতি সম্মান’ প্রদান করা হয় সঙ্গীতা বসু রায় ও কাশীনাথ থান্দারকে।

প্রাক্তন ব্রিগেডিয়ার তুষার কান্তি মুখার্জ্জী ও বিপুল কুমার ঘোষ আম্বেদকরের জীবনী নিয়ে বিশদভাবে আলোচনা করেন।

এর আগে সংস্থার পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদা সহকারে অতিথিদের বরণ করেন তমা কর্মকার ও টুম্পা রায়চৌধুরী।

পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চের সম্পাদক চন্দ্রনাথ বসু বলেন, সংবিধান প্রণেতার জন্মদিবসে আমাদের শপথ সংবিধানকে মান্যতা দিয়ে আমরা চলব। পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চ অন্যায় ও অপপ্রচারের বিরুদ্ধে লড়াই করবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments