eaibanglai
Homeএই বাংলায়তুমি জানো ওগো অন্তর্যামী

তুমি জানো ওগো অন্তর্যামী

নিজস্ব সংবাদদাতা,কলকাতাঃ– ’অনন্য মিউজিক’ এর উদ্যোগে অনুষ্ঠিত হলো অনন্যসাধারণ একটি রবীন্দ্রসংগীতের আসর – “তুমি জানো ওগো অন্তর্যামী”, ১৮ ই ডিসেম্বর সন্ধ্যায় ,রবীন্দ্র ওকাকুরা স্মৃতি ভবন মঞ্চে। সঙ্গীতে অংশগ্রহণ করলেন- সুমন পান্থী, দেবশ্রী বিশ্বাস, ঋতুকণা ভৌমিক,দেবজিৎ দত্ত প্রমুখ ১৪ জন শিল্পী। ছিল আবৃত্তি এবং একাধিক সংস্থা পরিবেশিত সম্মেলক সংগীত-ও। যন্ত্রানুষঙ্গ সহযোগিতায় অনিকেত চক্রবর্তী,গৌতম চৌধুরী ও অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ছিলেন অসাধারণ। সংযোজনায় সুদীপ্তা মুখোপাধ্যায় ছিলেন অনবদ্য।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments