eaibanglai
Homeএই বাংলায়স্বদেশ চেতনার লক্ষ্যে বিবেকানন্দ থেকে নেতাজীর স্মরণে স্বদেশী দৌড়

স্বদেশ চেতনার লক্ষ্যে বিবেকানন্দ থেকে নেতাজীর স্মরণে স্বদেশী দৌড়

নিজস্ব সংবাদদাতা,কলকাতাঃ- স্বদেশী জাগরণ মঞ্চের উদ্যোগে স্বামী বিবেকানন্দের জন্মদিন ১২ জানুয়ারি থেকে নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিন ২৩ জানুয়ারি পর্যন্ত সময়কে সামনে রেখে সারা দেশ জুড়ে ‘স্বদেশী দৌড়’-এর আয়োজন করা হয়। স্বদেশী ভাবনার বার্তা ছড়িয়ে দিতেই এই উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা। এই কর্মসূচির কলকাতা পর্বের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পন্ন হল শুক্রবার। এদিন সকালে কলকাতার বিনোদিনী (স্টার) থিয়েটার থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে নেতাজীর মূর্তির পাদদেশ পর্যন্ত স্বদেশী দৌড় ও পদযাত্রা অনুষ্ঠিত হয় এবং দৌড়ের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয় শ্যামবাজারের নেতাজি মূর্তির পাদদেশে, ঐতিহ্যবাহী নেতাজি জন্মদিবসের মঞ্চে, যেখানে বিগত পঞ্চান্ন বছর ধরে উত্তর কলকাতা নেতাজি জন্ম উৎসব কমিটির উদ্যোগে নেতাজি জন্ম উৎসব পালিত হয়ে আসছে।

সরস্বতী পুজো থাকা সত্ত্বেও ২৩ জানুয়ারির দৌড়ে যুবসমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। পদযাত্রায় অংশগ্রহণকারী সকলকে উদ্যোক্তাদের পক্ষ থেকে ‘নেতাজি সম্মাননা’ প্রদান করা হয়। সংগঠকদের বক্তব্য, নতুন প্রজন্মের মধ্যে স্বনির্ভরতার চেতনা জাগিয়ে তোলা এবং স্বদেশী দ্রব্য ব্যবহারে মানুষকে উৎসাহিত করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

প্রসঙ্গত, উল্লেখ্য প্রথমে ২৩ জানুয়ারিতেই এই কর্মসূচির সমাপ্তি ঘোষণার কথা থাকলেও পরে তা বাড়িয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত করা হয়েছে। এরই অঙ্গ হিসেবে আগামী ২৬ জানুয়ারি কলকাতার বাগবাজারে নিবেদিতা উদ্যানে আরও একটি স্বদেশী দৌড়ের আয়োজন করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments