eaibanglai
Homeএই বাংলায়কুলটির সেলের ডিস্পেনসারি ভেঙে দিল রেল

কুলটির সেলের ডিস্পেনসারি ভেঙে দিল রেল

সংবাদদাতা,আসানসোলঃ– কুলটির সেলের ডিস্পেনসারি ভেঙে দিল রেল। ৬ নম্বর গেটের কাছে সেল কারখানার জমির ওপর দীর্ঘদিন ধরে বন্দ হয়ে পড়ে ছিল ডিস্পেনসারিটি। মঙ্গলবার রেল কর্তৃপক্ষ জেসিবি মেশিন দিয়ে ওই ডিস্পেনসারিটি ভেঙে ফেলে।

এই প্রসঙ্গে কুলটি সেল টাউনশিপের ঠিকা সুরক্ষা গার্ডের ইনচার্জ চান্দ উসমান অভিযোগ করে বলেন, ওই ডিস্পেনসারিটি ভাঙার জন্য আগে থেকে তাদের কিছু জানায়নি বা নোটিশ দেয়নি রেল। এদিন হঠাৎ করেই ডিস্পেনসারিটি ভেঙে ফেলা হয়। এমনকি ডিস্পেনসারির ভেতরে থাকা জিনিসপত্রও বার করে আনতে দেয়নি।

তবে রেল সূত্রে জানা গেছে, ক্ষতিপূরণ দেওয়ার পরেই রেলের পক্ষ থেকে ওই ডিস্পেনসারি ভাঙা হয়েছে। উল্লেখ‍্য কুলটি সেল কারখানা বন্দ হয়ে যাওয়ার পরেই এই ডিস্পেনসারি বন্দ হয়ে যায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments