সংবাদদাতা, আসানসোলঃ- কাজ শেষ হওয়ার আগেই জনসাধারণের জন্যে খুলে দেওয়া হল রাস্তা। আর ঘটা করে নারকেল ফাটিয়ে ফিতে কেটে রাস্তা খুলে দিলেন বিধায়ক। ঘটনা আসানসোলের কুলটির।
প্রসঙ্গত কুলটির রামনগর থেকে এনএইচ ২ তথা জাতীয় সড়কের সংযোগকারী রাস্তার মাঝে রেল টানেলের সংস্কার সাধনের জন্যে বেশ কয়েক মাস ওই রাস্তায় যাতায়াত বন্ধ রয়েছে ৷ উৎসবের মরশুমে সাধারণ মানুষকে সুরাহা দিতে ওই টানেল সংস্কারের কাজ দ্রুত করা হয় ৷ যদিও এখনও পর্যন্ত টানেল সংস্কারে আংশিক কাজ বাকি রয়েছে ৷ তাই উৎসবের মরশুমে সাধারণ মানুষের সুবিধার কথা চিন্তা করে সংস্কার কাজ শেষ হওয়ার আগেই খুলে দেওয়া হল ওই রাস্তা। বৃহস্পতিবার কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দার নারকেল ফাটিয়ে ফিতা কেটে ওই রাস্তা জনসাধারণের জন্যে খুলে দেন ৷ যদিও বিধায়ক জানান পুজো বা উৎসবের মরশুম শেষে দুদিনের জন্যে যাতায়াত বন্ধ রেখে টানেল সংস্কারের কাজ সম্পূর্ণ করা হবে।