সংবাদদাতা,আসানসোলঃ– এবার দুর্নীতি দমন নিয়ে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির প্রতিবাদে সরব হল আসানসোলের কুলটি এরিয়া কমিটির সিপিএম নেতৃত্ব। তাদের দাবি মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির জেরে বালির দাম এতটাই বেড়ে গেছে যে বালি কিনতে পারছেন সারাধাণ মানুষ থেকে ব্যবসায়ী। ফলে থমকে গেছে নানারকম নির্মাণকাজ। আর যার জেরে কাজ হারাচ্ছে এলাকার রাজমিস্ত্রী থেকে খেটে খাওয়া শ্রমিকরা। প্রতিবাদে এদিন সিপিএমের তরফে এদিন একটি মিছিল বার করা হয়। মিছিলে বালি নিয়ে প্রতীকী প্রতিবাদ জানানো হয়।
স্থানীয় সিপিএম নেতৃত্বের দাবি এলাকায় শাসক দলের নেতা ও পুলিশের সহযোগিতায় চলে বালির সিন্ডিকেট। যার জেরে নানাভাবে জেরবার সাধারণ মানুষ। এরই মধ্যে বালির কালোবাজারি চলবে না বলে মুখ্যমন্ত্রী যে হুঁশিয়ারি দিয়েছেন তাতে পরিস্থিতি আরও খারাপের দিকে। তৃণমূল সরকার নিজেদের কর্মী, মাফিয়াদের দ্বারা বালির দাম অস্বাভাবিক বাড়িয়ে দিয়েছে।
এদিন মিছিলে উপস্থিত ছিলেন কুলটি ১নম্বর এরিয়া কমিটির সম্পাদক দেবানন্দ প্রসাদ। তিনি বলেন, “গরীব মানুষের পেটে লাথ পড়েছে। রাজমিস্ত্রি শ্রমিক কাজ হারাচ্ছে। বালির দাম অস্বাভাবিক বেড়ে গেছে। এক ট্রাক্টর বালি আগে যেখানে ১২০০ থেকে ১৫০০টাকায় বিক্রি হতো এখন সেই বালি বিক্রি হচ্ছে ৪৫০০টাকায়। তাই মুখমন্ত্রীকে হাত জোড় করে আবেদন করছি আর আপনি হুঁশিয়ারি দেবেন না। আপনার হুঁশিয়ারিতে বালির দাম দ্বিগুনের বেশি হয়ে গেছে। আবার দ্বিতীয় বার হুঁশিয়ারি দিলে ওই দাম কোথায় যাবে আমরা জানিনা। আর এই হুঁশিয়ারির মানে পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে। এটা আসলে ২৫ শতাংশ আর ৭৫ শতাংশর ভাগেরই ব্যাপার।”