সংবাদদাতা,আসানসোলঃ- পশ্চিম বর্ধমান মূলত জঙ্গল ঘেরা রাঢ় অঞ্চল। রাঙা মাটিতে শাল, সেগুন , মেহগিনি, পলাশ, ছাতিম সহ পর্ণমোচী বৃক্ষের সমারোহ। এই জঙ্গল সাফাই করেই ক্রমে গড়ে উঠেছে শিল্পাঞ্চল। ঘর বাড়ি কারখানা জঙ্গলকে গ্রাস করলেও এখনও জেলার বেশ কিছু অংশ জুড়ে রয়েছে বনাঞ্চলে। সেই সব বনাঞ্চলে শিয়াল, হায়না, ময়ূর, সজারু, অজগর সহ নানা প্রজাতির বন্য় প্রাণীর দেখা মেলে এখনও। বিশেষ করে করোনার সময় চলা লকডাউনে অনেক সময় সেই সব বন্যপ্রাণীকে মাঝে মধ্যেই লোকালয়ে দেখতে পাওয়া যেত। এবার সেরকমই একটি ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা নিয়ে রীতিমতো হৈ চৈ। যদিও সেই ভিডিওর সত্যতা যাছাই করেনি এই বাংলায় নিউজ পোর্টাল।
ভিডিওটিতে দেখা যাচ্ছে জঙ্গল লাগোয়া কোনো এলাকায় ঘুরে বেড়াচ্ছে একটি হরিণ। দাবি করা হচ্ছে এলাকাটি আসানসোলের কুলটি বিধানসভা অন্তর্গত ৬১ নম্বর ওয়ার্ডের নিয়ামতপুর এলাকার ডেডি গ্রামের। যেখানে জঙ্গল সংলগ্ন এলাকায় দেখা মিলেছে হরিণটির। যেটি ক্যামেরা বন্দী করেন গ্রামেরই লোকজন।





