সন্তোষ মণ্ডল,আসানসোলঃ– কুলটির নেশা মুক্তি কেন্দ্রে চিকিৎসারত এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মৃত যুবকের নাম সুজয় দাস (৩৩)। তিনি আসানসোলের সালানপুর থানার অরবিন্দ পল্লীর বাসিন্দা ছিলেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। শনিবার দুপুরে আসানসোল জেলা হাসপাতালে যুবকের মৃতদেহর ময়নাতদন্ত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই যুবক অতিরিক্ত নেশা করায় শারীরিক ও মানসিক দুই ভাবেই অসুস্থ হয়ে পড়েছিলো। যে কারণে বাড়ির লোকেরা তাকে চলতি বছরের ১১ মার্চ “কুলটি ফ্রীডোম ফাউন্ডেশন ” নামে একটি নেশা মুক্তি কেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করেন। সেখানে তিনি বৃহস্পতিবার শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েন। যদিও কেন্দ্রেই তার চিকিৎসা চলছিল। কিন্তু শুক্রবার রাতে তার অবস্থার অবনতি হলে তাকে কুলটির শাঁকতোড়িয়ায় ইসিএলের হাসপাতালে নিয়ে যান কর্তৃপক্ষ। কিন্তু সেখানে কর্মরত চিকিৎসকরা তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে যুবকের মৃত্যুর কারণ নিয়ে রহস্য দানা বেঁধেছে। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে কুলটি থানার পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এলে যুবকের মৃত্যুর কারণ জানা যাবে বলে দাবি পুলিশের।