eaibanglai
Homeএই বাংলায়আসানসোলে মৃত শ্রমিকদের পরিবারের জন্য ক্ষতিপূরণের দাবি

আসানসোলে মৃত শ্রমিকদের পরিবারের জন্য ক্ষতিপূরণের দাবি

সংবাদদাতা,আসানসোলঃ- আসানসোলে পিএইচই’র জলের পাইপ লাইন বসাতে গিয়ে মৃত শ্রমিকের পরিবারদের জন্য ক্ষতিপূরণের দাবি জানাল সিপিআইএম। মৃতদের পরিবারপিছু ২০লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণের দাবি জানিয়েছে স্থানীয় বাম নেতৃত্ব।

ঘটনার তদন্তে নেমে বুধবার ঘটনাস্থল পরিদর্শন করে সালানপুর থানার পুলিশ। গতকালই ঘটনাস্থল পরিদর্শন করেন এসডিএম,বিডিও,পিএইচই দপ্তরের আধিকারিকেরা। যদিও ঘটনাস্থলটি বাঁশের ব্যারিক্যাড দিয়ে ঘিরে রাখা হয়েছে। এদিন সকালে পুনরায় ঘটনাস্থলে পরিদর্শন করেন পিএইচই দপ্তরের চিফ ইঞ্জিনিয়ারদের দুই প্রতিনিধি দল। এরপর ঘটনায় কুলটির বাসিন্দা মৃত শ্রমিকের বাবাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বাম নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। এবং তারা ক্ষতিপূরণ ও ঘটনার তদন্তের দাবি জানান।

এদিন বাম নেতা বংশগোপাল চৌধুরী বলেন, “এলাকাটি পরিত্যক্ত খনি এলাকা। কীভাবে এলাকার মাটি পরীক্ষা না করে পিএইচই শ্রমিকদের কাজে নামালো সে বিষয়ে তদন্তের দাবি করা হয়েছে। দোষীদের চিহ্নিত করতে হবে ও ২০ লক্ষ টাকা মৃত শ্রমিকদের পরিবার পিছু দিতে হবে। পিএইচই’র চিফ ইঞ্জিনিয়ার, জেলাশাসক ও মুখ্য সচিবের কাছে এই দাবি জানিয়ে মেল পাঠানো হয়েছে।”

প্রসঙ্গত আসানসোলের সালানপুর থানার অন্তর্গত ডালমিয়া এলাকায় গত ১০/১২ দিন ধরে রাজ্য সরকারের ‘জলজীবন মিশন’ প্রকল্পের জন্য মাটির নিচে জলের পাইপ লাইন বসানোর কাজ চলছিল। পিএইচই বা রাজ্য সরকারের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের অধীনে ওই কাজ করছিল একটি ঠিকাদারী সংস্থার কর্মীরা। মঙ্গলবার চার শ্রমিক মাটির নিচে গর্তে নেমে পাইপ লাইন বসানোর কাজ করছিলেন। সেই সময় হঠাৎ করে গর্তের পাশে জমিয়ে রাখা মাটি ধসে পড়ে। সেই মাটিতে চাপা পড়েন চারজন শ্রমিকই। তড়িঘড়ি জেসিবি মেশিন দিয়ে মাটি সরিয়ে তাদের উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিন জনকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। মৃতরা হলেন রেজ্জাক শেখ ( ২০), রোহিত শেখ (১৮) ঝাড়খণ্ডের বাসিন্দা ও নিতীশ পাশওয়ান (৪৫)কুলটির বাসিন্দ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments