সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- “বাংলাদেশ করে দেওয়া অতো সহজ নয়। শেষ রক্তবিন্দু দিয়ে আমরা বাংলাকে বাঁচাবো।” কুলটির সভা থেকে রাজ্যের শাসক দলকে হুঁশিয়ারি বলিউড তারকা তথা বিজেপির কেন্দ্রীয় কর্মসমিতির সদস্য মিঠুন চক্রবর্তীর। পাশাপাশি, ২০২৬ এর নির্বাচনকে সামনে রেখে সনাতনীদের একজোট হওয়ার বার্তা শোনা গেলো মহাগুরুর গলায়।
শনিবার বিকেলে আসানসোলের কুলটি বিধানসভার আলডি ফুটবল ময়দানে বিজেপির এক সভায় যোগ দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। যেখানে আধঘন্টারও বেশি সময় ধরে বক্তব্য রাখেন মিঠুন। তার বক্তব্যের আগাগোড়াই ছিল আক্রমণাত্মক। তিনি বলেন, এইরাজ্যে কারখানা না থাকলেও সবেতেই দুর্নীতি আছে। বর্তমানে এইরাজ্যকে দেখে মনে হয় এটা পশ্চিমবাংলা নয়, পশ্চিম বাংলাদেশ। এইরাজ্যের পরিস্থিতি এমন হিন্দুদের উপর আঘাত নেমে এলে কেউ প্রতিবাদ করতে পারবেননা। তিনি বলেন, বিজেপি মুসলমানদের বিরুদ্ধে নয়। কিন্তু যেসব মুসলমান এদেশে থেকে দেশের ক্ষতি করার চেষ্টা করছে বিজেপি তাদের বিরুদ্ধে। সভায় আসা মহিলাদের উদ্দেশ্যে মিঠুন বলেন, কেউ লক্ষীর ভাণ্ডার ছাড়বেন না, ওটা আপনাদের টাকা আপনাদের দেওয়া হচ্ছে। তিনি সমস্ত হিন্দুদের বিজেপির ছাতার তলায় আসতে বলেন। তার দাবি বিজেপি একমাত্র দল যারা ক্ষমতায় এসে এইরাজ্যের হিন্দুদের রক্ষা করতে পারবে। শেষে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি নিজের সিনেমার ডায়লগ বলে তাঁর ফ্যানেদের মন জয় করে নেন। তিনি বলেন ” আমি জাত গোখরো। শুধু দুধ কলা খাই। নাম তুফান। বছরে এক আদবার আসি। যখন আসি তখন প্রলয় ঘটে “।
এদিনের সভায় উপস্থিত ছিলেন বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি দেবতনু ভট্টাচার্য, দলীয় দুই বিধায়ক ডা. অজয় পোদ্দার ও অগ্নিমিত্রা পাল, কৃষ্ণা প্রসাদ সহ বিজেপি জেলা নেতৃত্ব।


















