সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি অন্তর্গত নিয়ামতপুর প্রিয়া কলোনি লাইনপার এলাকায় এক তরুণীর নিখোঁজ হয়ে যাওয়া ও পরে দেহ উদ্ধারের ঘটনায় প্রেমিক ও তার ভাইকে গ্রেফতার করেছিল পুলিশ। এবার গ্রেফতার হল প্রেমিকের দিদি।
প্রসঙ্গত গত ৬ জুলাই ভোর রাতে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় লাইনপার এলাকার বাসিন্দা বছর ১৯-এর মনিকা মন্ডল। এরপর গত ৮ জুলাই বিকেলে এলাকারই বাসিন্দা শুভম বাউরির বাড়ির পাশে একটি কুয়ো থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। এমনকি শুভমের বাড়ি থেকে তরুণীর চটিও উদ্ধার হয়। মৃতের পরিবার ও স্থানীয়রা দাবি করে মৃত তরুণীর সঙ্গে শুভমের প্রেমের সম্পর্ক ছিল। মৃত্যুর কয়েকদিন আগে তার সঙ্গে ঝামেলাও হয়েছিল।
তরুণীর পরিবার শুভম তার ভাই ও দিদির বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে। ঘটনার তদন্তে নেমে শুভম বাউরি সহ তার ভাই রোহন বাউরিকে গ্রেফতার করে পুলিশ। এরপর গত মঙ্গলবার শুভম বাউরির দিদি বুনি বাউরিকে আটক করে পুলিশ। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর কথায় অসঙ্গতি মেলায় বুধবার তাকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। একইসঙ্গে,এদিন জেলে থাকা রোহন বাউরিকে আরো চারদিনের জন্য নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ হেফাজতে নিয়েছে।





