সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- কুলটিতে যুবকের রহস্য মৃত্যুর ঘটনায় গ্রেফতার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বোরো চেয়ারম্যান বেবি বাউরি সহ দুই। প্রসঙ্গত মঙ্গলবার সকালে আসানসোল পুরনিগমের ৬৭ নং ওয়ার্ডে কুলটি বিধানসভার লখিয়াবাদ উপর পাড়ায় বেবি বাউরির বাড়ির দরজার সামনে থেকে পাড়ারই যুবক বছর ২৬-এর কার্তিক বাউড়ির রক্তাক্ত দেহ উদ্ধার হয়।
মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেবি বাউড়ি দাবি করেন কার্তিক রাতে তার বাড়িতে চুরি করতে ঢুকেছিল। বাড়ির লোকেরা তাকে দেখে ফেলায় সে দেওয়াল টপকে পালাতে গিয়ে পড়ে গিয়ে জখম হয়। যদিও বেবি বাউড়ির অভিযোগ উড়িয়ে দিয়ে মৃত কার্তিকের পরিবারের সদস্যরা দাবি করেন কার্তিককে পরিকল্পিতভাবে খুন করে বাড়ির বাইরে ফেলে দেওয়া হয়েছিল।
কার্তিকের মা সবিতা বাউরি জানান, তার ছেলে মাস ছয়েক আগে লটারিতে এককোটি টাকা জিতেছে। সে কেন অন্যের বাড়ি চুরি করতে যাবে। পাল্টা বেবি বাউড়ি ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ করে জানান, ঘটনার দিন রাতে কার্তিককে ফোন করে ডেকে পাঠিয়েছিল বেবি বাউড়ির ভাই অমরদীপ বাউড়ি। সেখান থেকে সরাসরি বাড়ি ফেরার কথা জানিয়েছিল কার্তিক। কিন্তু সে আর বাড়ি ফেরেনি। পড়ে চিৎকার চেচামেচির আওয়াজ শুনে পাড়ার অন্যান্যদের সাথে তারাও বেবি বাউড়ির বাড়ি গিয়ে দেখেন কার্তিক তাদের বাড়ির বাইরে সিড়ির কাছে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
এরপরই বেবি বাউড়ি তার ভাই সহ পরিবারের চারজনের নামে খুনের অভিযোগে বরাকর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন মৃত কার্তিকের মা সবিতা বাউড়ি। সেই অভিযোগে ভিত্তিতে তদন্তে নেমে বুধবার বেবি বাউড়ি ও তার ভাইকে গ্রেফতার করে পুলিশ।


















