সংবাদদাতা,আসানসোলঃ– স্থানীয়দের কাজ দেওয়ার দাবি জানিয়ে খনির কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাল স্থানীয় বাসিন্দারা। ঘটনা আসানসোলের কুলটির বিসিসিএল’ এর দামাগড়িয়া খোলামুখ কয়লা খনি এলাকার।
বিক্ষেভকারীদের অভিযোগ যে ঠিকা সংস্থা কয়লা খননের বরাত পেয়েছে তারা স্থানীয়দের কাজে না নিয়ে বাইরে থেকে শ্রমিক এনে কাজ করাচ্ছে। তাদের দাবি আগের সংস্থা তাদের কাজ দিয়েছিল।
এই বিষয়ে দামাগড়িয়া কয়লা খনির প্রজেক্ট অফিসার দেবাশীষ চক্রবর্তী জানান, দামাগড়িয়া খোলামুখ খনিট দীর্ঘদীন ধরে বন্ধ ছিলো। বর্তমানে একটি ঠিকা সংস্থা সেখানে কাজ শুরু করেছে। আপাতত স্থানীয় সাত জনকে কাজে নেওয়া হয়েছে। পুরোপুরি কাজ শুরু হলে আরো অনেকে কাজ পাবেন। কিন্তু তারা মাঝে খনির কাজ বন্ধ করে দেওয়ায় বিসিসিএল ও কয়লা উত্তোলন সংস্থা, দুতরফেরই ক্ষতি হচ্ছে।