সংবাদদাতা,আসানসোলঃ- আসানসোলের কুলটির নিয়ামতপুরে শ্যুটআউটের ঘটনায় সুপারি কিলার গ্যাং এর ৪ সদস্যকে গ্রেপ্তার করে নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ। সোমবার ভোর রাতে সানসোল উত্তর থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ধৃতরা হল মহঃ ফাইজল শাহ, মহঃ আদিল আলম ও মহঃ সুলতান। এরমধ্যে মূল শুটার মহঃ আদিল আলম। ধৃতদের এদিন নিজেদের হেফাজতে চেয়ে আসানসোল জেলা আদালতে পেশ করে পুলিশ।
প্রসঙ্গত গত ২৯ অগস্ট কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি অন্তর্গত নিয়ামতপুরের রহমান পাড়ায় আসানসোল পুরনিগমের কর্মী জাবেদ বারিকে তার বাড়ির কাছে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে শ্যুট করে চম্পট দেয় দুই দুষ্কৃতী। সিসিটিভিতে ধরা পড়ে পুরো ঘটনা। তদন্তে নেমে ৩০আগস্ট জাভেদ বারিকের খুড়তুতো ভাই ইন্তেকাফ আলমকে গ্রেপ্তার করে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে খুনের মাস্টার মাইন্ড মৃত জাবেদ বারিকের খুড়তুতো বোন ফারাহ নাজ। গত ২ সেপ্টেম্বর জলপাইগুড়ি থেকে ফারাহ নাজ ও তার গাড়ির চালককে গ্রেফতার করে নিয়ে আসে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে বারিক জাভেদের জলপাইগুড়িতে কয়েক কোটি টাকার পৈতৃক জমি রয়েছে। সেই জমি নিয়ে খুড়তুতো ভাইবোনেদের মধ্যে ঝামেলা চলছিল। এরই মাঝে ফারাহ নাজ জাবেদকে খুন করার পরিকল্পনা করে এবং ৫লক্ষ টাকার বিনিয়ে একটি শ্যুটার গ্যাংকে খুনের সুপারি দেয়। সেই সূত্র ধরেই সোমবার মূল শ্যুটার সহ ওই গ্যাংয়ের চার সদস্যকে গ্রেফতার করে পুলিশ।





