সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- প্রকাশ্য দিবালোকে দোকানে হামলা চালিয়ে ৫০ হাজার টাকা লুঠ করে পালাল দুষ্কৃতীরা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটি থানার নিয়ামতপুরে একটি চালের দোকানে।
জানা গেছে শনিবার বিকেলে ৪ টা নাগাদ হঠাৎ তিন দুষ্কৃতী চালের দোকানে ঢুকে পড়ে ও দোকানে সেই সময় উপস্থিত কর্মীকে মারধর করে একটি ঘরে আটকে রেখে ক্য়াশ বাক্স থেকে নগদ ৫০ হাজার হাজার টাকা লুট করে চম্পট দেয়। আক্রান্ত দোকনাকর্মীর দাবি ওই দুষ্কৃতীরা ওই দিন দুপুর ১২ টা নাগাদ একবার দোকানে এসেছিল। তবে তারা যে দুষ্কৃতী তখন তিনি তা বুঝতে পারেননি।
ওই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় ব্যবসায়ীরা জানান এই ধরণের ঘটনা এলাকায় আগে কখনো ঘটনি। দিনেদুপুরে এই লুঠের ঘটনায় তারা রীতিমতো আতঙ্কিত। নিয়ামতপুর মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্পাদক শচীন ভালোটিয়া বলেন, “দিনে দুপুরে নিয়ামতপুরে ব্যস্ততম জিটি রোড এলাকায় এই ধরনের লুটপাটের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন ব্যবসায়ীরা।”
অন্যদিকে পুলিশ জানিয়েছে ওই এলাকায় সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।





