eaibanglai
Homeএই বাংলায়গ্রীষ্মকালে অক্সিজেনের অভাবে বাঁকুড়াতে নার্সারি

গ্রীষ্মকালে অক্সিজেনের অভাবে বাঁকুড়াতে নার্সারি

সংবাদদাতা, বাঁকুড়া:- মাত্র দুই তিন কাঠা জায়গায়, বাঁকুড়ার মত জেলায় নার্সারি তৈরি করা সম্ভব? তাও আবার গ্রীষ্মকালে? এমনটাই করে দেখালেন এক মহিলা। বাঁকুড়া – ২ নম্বর ব্লকের বিকনার বাসিন্দা তপতি সিংহ ঠাকুর। একাই এই জায়গাতে একদম জিরো থেকে শুরু করে গরমকালের মধ্যেই ভাল ফল এনেছেন তিনি। ব্যক্তিগত শখ ছাড়াও অর্থ উপার্জনের কথা মাথাতে রেখে তপতি সিংহ ঠাকুর করেছেন এই নার্সারিটি। একজন গৃহবধূ ছাড়াও আরও একটি পরিচয় রয়েছে তপতি দেবীর। বাঁকুড়া দুই নম্বর ব্লকের তৃণমূলের চেয়ারম্যান তিনি। ফলেই ব্লকের এবং কিছু পঞ্চায়েতের কাজের মধ্যেই এই নার্সারি তৈরি করেছেন তিনি।সাড়ে তিন কাঠা জায়গার উপরে তৈরি এই নার্সারি। বাঁশ দিয়ে মাচা তৈরি করে, উপরে নেট লাগিয়ে ছাউনি করে চারা গাছ লাগাতে খরচ হয়েছে প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকার মত।

মূলত করোনাকাল থেকেই এমন একটি বাগান তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কারণ সেই সময় অক্সিজেনের অভাব তপতি সিংহ ঠাকুরকে ভাবিয়েছিল বিশেষ করে। সেই স্বপ্ন, পহেলা বৈশাখে সফল হয়। এই মুহূর্তে বাঁকুড়ার চরম গরমকে উপেক্ষা করে তার এই নার্সারিতে রয়েছে মোট ২৬৫ টি পেঁপে, ৩০০-৩৫০ লঙ্কা এবং ৫০০ মত টমেটো চারা এবং বীজ। এছাড়াও দেওয়া হয়েছে ফলের অর্ডার যেমন বিভিন্ন জাতির আম, পেয়ারা এবং ক্যাপসিকাম। মূলত সকাল বেলা এবং বিকেল বেলা চলে নার্সারিতে পরিচর্যার কাজ।

বুধবার পেরিয়ে গেল বিশ্ব পরিবেশ দিবস। আর এই সময় যেন বেশি করে মনে পড়ে যাচ্ছে বাঁকুড়ায় তীব্র গরমের কথা। গাছ লাগাবার পাশাপাশি, প্রয়োজন পর্যাপ্ত বৃষ্টির এবং সচেতনতার। তবে পড়ে থাকা জমি ফেলে না রেখে সেখানে ছোট ছোট নার্সারি তৈরি করলেও কিছুটা শ্যামল হবে বাঁকুড়ার প্রকৃতি। সেই কাজটাই করেছেন তপতি সিংহ ঠাকুর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments