শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়াঃ- শুশুনিয়ায় শুরু হচ্ছে দ্বিতীয় তম বর্ষের নবকুঞ্জ মেলা। শুশুনিয়া পাহাড়ের পাদদেশে গন্ধেশ্বরী নদীর তীরে নবকুঞ্জ মেলার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। বাঁকুড়ার ছাতনার শুশুনিয়া গ্রামের গন্ধেশ্বরী নদীর পাড়ে ফুটবল ময়দানে আগামী ১১ ই ফাল্গুন থেকে ১৯ শে ফাল্গুন পর্যন্ত চলবে এই নবকুঞ্জ মেলা।ললিতা, বিশাখা, সুচিত্রা, সুঃচম্পক লতিকা, সুদেবী, ইন্দ্রদেবী, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, শ্রীমতী রাধারানী এই নয়টি কুঞ্জে ন’দিনব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠিত হবে। এই মেলায় লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে জানিয়েছেন নবকুঞ্জ মেলার উদ্যোক্তারা।
খড়, বাঁশ, দড়ি প্রভৃতি পরিবেশবান্ধব সামগ্রী দিয়েই তৈরি করা হচ্ছে কুঞ্জগুলি। এছাড়াও এই মেলায় নিরামিষ খাদ্য পণ্য ও চড়ক সহ বাচ্চাদের মনোরঞ্জনের জন্য পসরা নিয়ে জেলার বিভিন্ন প্রান্ত ও স্থানীয় বিভিন্ন এলাকা থেকে এসেছেন শতাধিক ব্যবসায়ী। নবকুঞ্জ মেলা কমিটির কোষাধক্ষ্য দুলাল ব্যানার্জি বলেন আমাদের এই মেলায় শুধুমাত্র নিরামিষ খাবারের স্টলই থাকছে, এই বছর প্রচুর মানুষের ভিড় হবে বলে জানান তিনি।