eaibanglai
Homeএই বাংলায়জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের উদ্যোগে শুরু হলো বার্ষিক জেলা ক্রীড়া প্রতিযোগিতা

জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের উদ্যোগে শুরু হলো বার্ষিক জেলা ক্রীড়া প্রতিযোগিতা

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ– পশ্চিম বর্ধমান জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের উদ্যোগে ও দুর্গাপুর উত্তর চক্রের সহযোগিতায় লাউদোহায় শুরু হলো ষষ্ঠ বার্ষিক জেলা ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪। বৃহস্পতিবার এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জেলা স্তরের এই ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন হয়। উদ্বোধন করেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, খাদ্য় প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ও জেলাশাসক পোন্নমবলম এস। এছাড়াও উপস্থিত ছিলেন একাধিক দপ্তরের প্রশাসনিক আধিকারিক ও বিশিষ্ট জনেরা।

প্রতিযোগিতা চলবে দুদিন ধরে, বৃহস্পিতাবার ও শুক্রবার। জেলা স্তরের এই ক্রীড়া প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপুর মহকুমার দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহা বিধান চন্দ্র ক্লাব ফুটবল ময়দানে। উদ্বোধন অনুষ্ঠানে কচিকাঁচাদের নিয়ে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। নৃত্য গীতি সহ নানা অনুষ্ঠানের মধ্যে আদিবাসী খুদেদের সুন্দর নৃত্য সকলের দৃষ্টি আকর্ষণ করে।

পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত সমস্ত প্রাথমিক, নিম্ন বুনিয়াদি বিদ্যালয়, শিশু শিক্ষা কেন্দ্র, মাদ্রাসার ছাত্র ছাত্রীরা এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়েছে। এমনকি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরও এই ক্রীড়া প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

অ্যাথলেটিক্স, জিমনাস্টিক ও যোগাসন এই তিনটি বিভাগের খেলা রয়েছে এই প্রতিযোগিতায়। যাতে রয়েচে ৩৪ টি ইভেন্ট । জেলার বিভিন্ন স্কুল থেকে ১৮৭জন খুদে পড়ুয়া এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এই জেলা স্তরের প্রতিযোগিতায় যারা বিজয়ী হবে তারা সরাসরি রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।

এদিন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “আমরা গর্বিত, আমাদের উপর এতবড় দায়িত্ব দেওয়ার জন্য। জেলা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। সকলের টিম ওয়ার্কে এতবড় একটি অনুষ্ঠানের সুচারুরূপে আয়োজন করা সম্ভব হয়েছে।”

প্রসঙ্গত শিশুদের সার্বিক বিকাশের জন্য পড়াশুনা, চরিত্রগঠনের পাশাপাশি খেলাধুলার ভূমিকা অনস্বীকার্য। খেলাধুলা, ব্যায়াম, শরীরচর্চা ছোটদের শরীর মনের সুস্থ বিকাশে সহায়তা করে। তাই খেলাধুলা ও শরীরচর্চাকে পাঠ্যক্রমের একটি অপরিহার্য অঙ্গ হিসেবে বিবেচিত করা হয়েছে । সেই কথা মাথায় রেখে খুদে পড়ুয়াদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে প্রতিবছর জেলা ও রাজ্য স্তরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে থাকে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। জেলায় জেলায় প্রাথমিক বিদ্যালয় সংসদের উদ্যোগে অনুষ্ঠিত হয় জেলা স্তরের প্রতিযোগিতা। সেখানে জয়ীরা অংশ নেয় রাজ্য স্তরের প্রতিযোগিতায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments