সংবাদদাতা,আসানসোলঃ– বিধানসভার বাদল অধিবেশনের মধ্যে হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন আইন মন্ত্রী মলয় ঘটক । সঙ্গে সঙ্গে তাকে বিধানসভা থেকে নিয়ে যাওয়া হয় বেলভিউ হাসপাতালে।
জানা গেছে গায়ে জ্বর নিয়েই মঙ্গলবার বিধানসভার অধিবেশনে হাজির হয়েছিলেন মন্ত্রী। অন্যদিকে বছর ৬৮ মন্ত্রীর বেশ কিছু শারীরিক অসুস্থতাও রয়েছে। নিয়মিত ওষুধও খান। তবে এদিন দুপুরে বিধানসভার প্রথমার্ধের পর আচমকা নিজের কক্ষে অসুস্থ হয়ে পড়েন তিনি। তার অসুস্থতার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছে যান পুরমন্ত্রী ফিরহাদ হাকিম সহ রাজ্যের একাধিক মন্ত্রী, বিধায়কেরা। তড়িঘড়ি খবর দেওয়া হয় বিধানসভার চিকিৎসককে। বিধানসভার মেডিক্যাল অফিসার মন্ত্রীর প্রাথমিক শারীরিক পরীক্ষা করে দেখেন তার রক্তচাপ কমে গিয়েছে। এরপর কোনওরকম ঝুঁকি না নিয়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হুইল চেয়ারে করে মন্ত্রীকে গাড়িতে তোলা হয়। নিজের গাড়িতে করেই হাসপাতালে পৌঁছন মলয়। অন্যদিকে বিধানসভা থেকেই মন্ত্রীর অসুস্থতার খবর দেওয়া হয় তার বাড়িতে।